‘তৃণমূল বেশি দিন ইন্ডিয়া জোটে থাকবে না…’, বিস্ফোরক সেলিম https://ift.tt/EOoJAi1 - MAS News bengali

‘তৃণমূল বেশি দিন ইন্ডিয়া জোটে থাকবে না…’, বিস্ফোরক সেলিম https://ift.tt/EOoJAi1

দিন পেরোলেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। বিজেপির আসন টলাতে সেমিফাইনালে কেমন ফল করবে বিরোধীরা? তাকিয়ে গোটা দেশ। কতোটা প্রাসঙ্গিক ইন্ডিয়া জোট, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। এর মাঝেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।কী বললেন সেলিম?ইন্ডিয়া জোট প্রসঙ্গে এদিন তিনি জানান, এটা কোনও নির্বাচনী জোট নয়। আমরা আছি, তবে তৃণমূল বেশিদিন থাকবে না এই জোটে বলে মত তাঁর। প্রয়াত সিঙ্গুরের নেতা সুহৃদ দত্তের স্মরণ সভায় এমনই বিস্ফোরক দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তাঁর কথায়, যে পাঁচ রাজ্যে ভোট হয়েছে, সেখানে ইন্ডিয়া জোটকে সামনে রেখে ভোট হয়নি। এরপরেই তাঁর বক্তব্য, 'তৃণমূল এই জোটে বেশিদিন থাকবে না। ভাইপোকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বাঁচানোর জন্য বিজেপির বিরোধিতা করাটা তাঁদের কমে যাবে।' বিধানসভায় গণ্ডগোলএদিকে, রাজ্য বিধানসভা চত্বরে শাসক বিরোধী বিশেষত তৃণমূল - বিজেপির মধ্যে সংঘাত ছিল চরমে। আম্বেদকর মূর্তির সামনে সভা নিয়ে বাধ্য নিয়ে লাগাম টানেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে সেলিম বলেন, 'দেশের ক্ষেত্রে বিজেপি রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কোন বিরোধী কণ্ঠস্বর শুনতে চায় না। শুধুমাত্র প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বলবেন আর কেউ বলবেনা। আর আমাদের রাজ্যে বিধানসভাতে কোন বিরোধী নেই। মোদী চেয়েছে বিরোধীশূন্য দেশ মমতা চেয়েছে বিরোধী শূন্য রাজ্য। রাজ্যে পুরোনো তৃনমূল বিজেপি নামে পরিচিত।' বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআর অন্যদিকে, জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে সেলিম বলেন, 'লোকসভা ভোট পর্যন্ত এখন এটাই চলবে।' তাঁর কথায়, লোকসভা এবং বিধানসভায় বেকার ছেলেদের চাকরির কথা ওঠে না। দুজনেই চাকরি খেয়েছে চাকরি নিলাম করেছে। জিনিসপত্রের দাম বাড়ছে।কৃষক ফসলের দাম পাচ্ছে না পরিযায়ী শ্রমিকের সংকট বাড়ছে সেখানে দাঁড়িয়ে একটাও কথা হচ্ছে না সবাই শুধু নাটক লোকসভা বিধানসভার শুধু নাটুকেপনা হবে। সেই নাটকে আমরা নেই।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/wHg2MlX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads