কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে চান রোহিত? জানালেন মনের কথা https://ift.tt/3WDCL8a - MAS News bengali

কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে চান রোহিত? জানালেন মনের কথা https://ift.tt/3WDCL8a

গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া যখন এন্ট্রি নেন, তখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে এই দলের পরবর্তী অধিনায়ক তিনিই হতে চলেছেন। কিন্তু, রোহিত শর্মাকে সরিয়ে যে হার্দিককে অধিনায়ক ঘোষণা করবে মুম্বই ফ্র্যাঞ্চাইজি, সেটা বোধহয় কেউ দুঃসপ্নেও কল্পনা করতে পারেননি। দলের বহু সমর্থকের কাছে এটা একটা বড়সড় ধাক্কা ছিল। অনেকে তো আবার এই সিদ্ধান্তের প্রতিবাদে দলের পতাকা পোড়াতেও শুরু করেন। গোটা ব্যাপারটাই আপাতত যে যথেষ্ট সংবেদনশীল জায়গায় পৌঁছে গিয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। rohirat__77._ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা এই ভিডিয়ো রোহিতের পুরনো ইন্টারভিউ তুলে ধরা হয়েছে। সেখানে প্রশ্নকর্তা মুম্বই ইন্ডিয়ান্সের সদ্য প্রাক্তন অধিনায়ককে জিজ্ঞাসা করেন যে নীল জার্সির এই দলকে নেতৃত্ব না দিলে আর কোন দলকে তিনি নেতৃত্ব দিতে পছন্দ করতেন। জবাবে রোহিত বলেন, 'ইডেন গার্ডেন্স বরাবরই আমার খুব প্রিয় একটা মাঠ। ইডেন গার্ডেন্সের কাছে আমার কেরিয়ারের বেশ কয়েকটি মূহূর্ত ঋণী হয়ে রয়েছে। ফলে আমি কলকাতা নাইট রাইডার্সকেই নেতৃত্ব দিতে চাইতাম।'দেখে নিন সেই ভিডিয়ো : এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও এই সিদ্ধান্ত গ্রহণ অবশ্য একেবারেই সহজ ছিল না। তবে গত তিন মরশুমে তারা একবারও খেতাব জয় করতে পারেনি। সেকারণেই তারা দলের অধিনায়কই বদলে ফেলে। ২০২০ সালে শেষবার খেতাব জয় করেছিল। এরপর ২০২১ এবং ২০২২ সালে তো তারা প্লে-অফেও কোয়ালিফাই করতে পারেনি। ২০২২ সালে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পয়েন্ট টেবিলে ১০ নম্বরে দাঁড়িয়ে তারা আইপিএল অভিযান শেষ করে। ২০২৩ সালে এই দলটা প্লে-অফে কোয়ালিফাই করলেও ফাইনাল পর্যন্ত আর পৌঁছতে পারেনি। বিশ্বকাপে রোহিতের দুর্দান্ত অধিনায়কত্বতবে সম্প্রতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত নেতৃত্ব দেন। তাঁর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে জয়লাভ করে ফাইনালে উঠেছিল। ফাইনালে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হয়। কিন্তু, এই লড়াইয়ে শেষপর্যন্ত রোহিতরা আর জয়লাভ করতে পারেনি। ভারতীয় ক্রিকেট দলকে সেকেন্ড বয় হয়েই এই টুর্নামেন্ট শেষ করতে হয়। যদিও রোহিতের ক্যাপ্টেন্সির প্রশংসা গোটা ক্রিকেট বিশ্বজুড়ে হয়েছে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/dyoGa69
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads