বাবা শ্রমিক, নুন আনতে ফুরোয় পান্তা! চেনেন নাইট ব্রিগেডের নয়া সাকিবকে? https://ift.tt/kWuQCLF - MAS News bengali

বাবা শ্রমিক, নুন আনতে ফুরোয় পান্তা! চেনেন নাইট ব্রিগেডের নয়া সাকিবকে? https://ift.tt/kWuQCLF

২০২৪ আইপিএল নিলাম তখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় আচমকাই নামটা ঘোষণা করলেন নিলামদার মল্লিকা সাগর। আর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে যে সাকিবকে দলে নিয়েছে । অনেকেই প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাই মনে করেছিলেন। কিন্তু, সময় এগোতেই গোটা বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে উঠল। বিহারের গোপালগঞ্জ জেলায় ততক্ষণে উচ্ছ্বাসের বন্যা বইতে শুরু করেছে। কারণ তাদের ঘরের ছেলে সাকিব হুসেনকে ২০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিহার থেকে ঈশান কিষান এবং মুকেশ কুমারের পর এবং ২০২৪ আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন। পাশাপাশি গোপালগঞ্জের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি নিজের জেলার নাম আরও উজ্জ্বল করলেন।একেবারে শেষ মুহূর্তে দলে নেয় কলকাতা নাইট রাইডার্সগত ১৯ ডিসেম্বর একেবারে সকাল থেকেই সাকিবের ঘরভর্তি লোক মোবাইল হাতে অপেক্ষা করছিলেন। বিকেলের পর তো সাকিব নিজেও আশা ছেড়ে দিয়েছিলেন যে এবার বোধহয় তাঁর ভাগ্যের চাকা ঘুরল না। কিন্তু, ঠিক সেইসময়ই হয় ঘোষণাটি। তাঁকে ২০ লাখ টাকার বেস প্রাইসেই দলে নেয়। এরপর তাঁর বাড়ির বাইরে ডিজে বাজতে শুরু করে এবং আতশবাজির রোশনাইও দেখতে পাওয়া যায়। সকলেই একে অপরকে মিষ্টি খাওয়াতে শুরু করেন।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ আইপিএল নিলামের ফাইনাল লিস্টে বিহার থেকে ২ ক্রিকেটারের নাম ছিল। একজন সাকিব হুসেন এবং অপরজন বিপিন সৌরভ। এই দুজনেই বেস প্রাইস ২০ লাখই ছিল। কিন্তু, সাকিবকে কেকেআর সুযোগ দেয়, অন্যদিকে বিপিন থেকে যান আনসোল্ড।জেনে নিন সাকিব হুসেনের পরিচয় :ডানহাতি জোরে বোলার সাকিব হুসেন আইপিএল টুর্নামেন্টে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছে। চেন্নাই সুপার কিংস দলে নেট বোলার হিসেবে কাজ করেছেন। মহেন্দ্র সিং ধোনিকেই তিনি আদর্শ ক্রিকেটার বলে মনে করেন। সাকিবের বাবা আলি আহমেদ হুসেন পেশায় একজন শ্রমিক। চার ভাইয়ের মধ্যে সাকিব তৃতীয়। বাবা আলি আহমেদ হুসেনের কথা অনুযায়ী, ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি একটা আলাদা ঝোঁক ছিল সাকিবের। মিঞ্জ স্টেডিয়ামে দৌড়তে যেতেন নিয়মিত। সেখানেই অন্য ক্রিকেটারদের দেখে ওর মধ্যে এই খেলার শখ জাগে। বরাবরই একজন বড় ক্রিকেটার হয়ে পরিবার এবং দেশের নাম উজ্জ্বল করতে চাইতেন।ইন্টার অবধি পড়াশোনা করার পর সাকিব ক্রিকেট দুনিয়ায় পা রাখেন। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান। ক্রিকেট খেলা এতটাই ভালোবাসে যে বাড়ি থেকে ৫০ কিলোমিটার দুরে সাইকেল চালিয়ে অনুশীলন করতে আসতেন। সাইকেল না থাকলে পায়ে হেঁটে এই একই দুরত্ব অতিক্রম করে আসতেন। শেষপর্যন্ত নিজের জেদের দাম পেলেন তিনি।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/1XyrgRF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads