আদালতে কী ব্যবস্থা চিকিৎসার, তথ্য তলব স্বাস্থ্যভবনের https://ift.tt/whg3OtG - MAS News bengali

আদালতে কী ব্যবস্থা চিকিৎসার, তথ্য তলব স্বাস্থ্যভবনের https://ift.tt/whg3OtG

এই সময়: হাইকোর্টে আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁর প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত আছে। এই পরিষেবা মেলে কিছু জেলা আদালতেও। কিন্তু অধিকাংশ জেলা ও মহকুমা আদালতেই সেই সুবিধা নেই। রাজ্যের বিভিন্ন আদালতে ইমার্জেন্সি চিকিৎসার কতটা ব্যবস্থা আছে, জেলা স্বাস্থ্য প্রশাসনের কাছে এ বার সেই তথ্য চেয়ে পাঠাল স্বাস্থ্যভবন। এই মর্মে শুক্রবার সব জেলার এবং হাসপাতালগুলির উপাধ্যক্ষদের চিঠি দিয়ে দ্রুত তথ্য তলব করেছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে এই তথ্যানুসন্ধান শুরু করেছে স্বাস্থ্য দফতর।স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দেশের শীর্ষ আদালতের একটি নির্দেশমতো কিছু দিন আগে কলকাতা হাইকোর্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে জানতে চায়, কোন আদালতে জরুরি চিকিৎসার কতটা ব্যবস্থা রয়েছে। জেলা আদালতের একাধিক বিচারকের সূত্রে চিকিৎসার অভাব প্রসঙ্গটি জানতে পেরেছিল হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। জানা গিয়েছিল অ্যাম্বুল্যান্সের অভাবের কথাও। তাই এই ধরনের পরিকাঠামো নিয়ে তথ্য তলব করা হয় স্বাস্থ্য দফতরের কাছে। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, আদালতের নির্দেশ পেয়েই এ ব্যাপারে কোমর বেঁধেছে স্বাস্থ্য দফতর। এক আধিকারিকের বক্তব্য, পরিকাঠামোয় ঘাটতি থাকলে অচিরেই তা শুধরে নেওয়া হবে। তবে সর্বত্র পরিষেবা চালু করতে একটু সময় লাগবে।


from Bengali News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Explore the Latest News and Insights | Ei Samay https://ift.tt/UhvSjTP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads