‘প্রুযুক্তি কোথায় গেল?’ উত্তরকাশীতে উদ্ধারকার্য নিয়ে প্রশ্ন তুললেন TMC সাংসদ https://ift.tt/e7RQzVc - MAS News bengali

‘প্রুযুক্তি কোথায় গেল?’ উত্তরকাশীতে উদ্ধারকার্য নিয়ে প্রশ্ন তুললেন TMC সাংসদ https://ift.tt/e7RQzVc

'এঁদের জীবনের কোনও দাম নেই, প্রযুক্তি কোথায়?' উত্তর কাশীতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার কার্য নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। উল্লেখ্য, জেলার দুই বাসিন্দা আটকে রয়েছেন ওই নির্মীয়মান টানেলে। এদিন পুরশুরার বাসিন্দা জয়দেব প্রামাণিকের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় সরকারের প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কী জানালেন অপরূপা?অপরূপা এদিন জানান, আমাদের যাঁরা কর্মীরা ওখানে গিয়ে কাজ করছেন, তাঁরা চূড়ান্ত নিরাপত্তা নিয়ে ওখানে কাজ করছেন না। তিনি প্রশ্ন তোলেন, ওঁরা কি কোনও জিওলজিস্ট এর পরামর্শ নিয়ে কাজ করেছে? যদি তাই হতো তাহলে হিমালয়ান রেঞ্জের ওই জায়গায় টানলে বোরিং মেশিন দিয়ে কেন কাজ হল না? কেন ডাইনামাইট ফাটিয়ে, জেসিবি দিয়ে কাজ করতে হচ্ছে। টানেল থেকে শ্রমিকদের এখনও কেন উদ্ধার করা গেল না? সে নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ।আটকে রয়েছেন বাংলার শ্রমিকপুরশুরা থানার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা ও নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামাণিক ওই টানেলে আটকে রয়েছেন। দুজনের পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছেন। নাওয়া খাওয়া ছেড়েছেন ওই দুই যুবকের মা - বাবা। যতক্ষণ না তাঁদের ছেলেরা বেরিয়ে আসছেন, ততদিন কিছুতেই দুশ্চিন্তা দূর হচ্ছে না মন থেকে। এদিন জয়দেব প্রামাণিকের বাড়ি গিয়ে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ। তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অন্যদিকে, শুক্রবার বা শনিবারের মধ্যে আটকে থাকা শ্রমিকদের বের করে আনার ব্যাপারে একটা আশ্বাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। কবে শ্রমিকদের বের করা যাবে, সে সম্পর্কে এখনও কোনও নিশ্চয়তা দিতে পারছে না উদ্ধারকারী টিম। কোনও প্ল্যান কাজ করছে না আটকে থাকা শ্রমিকদের পর্যন্ত।জানা গিয়েছে, শুক্রবার রাতে সুড়ঙ্গে খনন কার্য চলছিল। ঠিক সেই সময় ১০-১২ মিটার খোঁড়া বাকি ছিল, তখনই । ভাঙা যন্ত্রাংশ সুড়ঙ্গ থেকে বার করে আনা হয় এরপর। কিন্তু সেই যন্ত্র আর ব্যবহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এরপর শাবল, গাঁইতি দিয়ে খনন কার্য সম্পন্ন করার কাজ করা হতে পারে। সেক্ষেত্র সেটা সময় সাপেক্ষে ব্যাপার। পাশাপাশি, উপর দিক থেকেই খনন কার্য চালানোর ব্যাপারে পরিকল্পনা নেওয়া হচ্ছে। রবিবার থেকে নতুন করে খনন কার্য শুরু করার কথা রয়েছে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/2H5t7VQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads