সবজি বাজার ফুলকপি, বাঁধাকপিতে ছয়লাপ! কত দিয়ে কিনলে পাবেন লাভ? https://ift.tt/7t31zg2 - MAS News bengali

সবজি বাজার ফুলকপি, বাঁধাকপিতে ছয়লাপ! কত দিয়ে কিনলে পাবেন লাভ? https://ift.tt/7t31zg2

শহরবাসীকে স্বস্তি দিয়ে শীতের পরশ লেগেছে কলকাতায়। বাজারে হাজির হয়েছে নতুন মরশুমের সবজি। ফুলকপি, ওলকপি, বাঁধাকপিতে বাজার এখন ছয়লাপ। পাশাপাশি পাওয়া যেতে শুরু করেছে শীতের অন্য সবজিও। ফলে মনের সুখেই কাঁচা বাজার সারছে শহরবাসী। তবে মরশুম সবে শুরু হওয়ায় বর্তমানে দাম রয়েছে সামান্য চড়া । এখন কত দামে ফুলকপি, বাঁধাকপি, ওলকপির মতো সবজি কিনলে লাভবান হবেন? জেনে নেওয়া যাকসবজি বাজারের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, বাজারে ফুলকপির প্রতি পিসের দাম রয়েছে 10- 20 টাকা। ফুলকপির আকারের উপর ভিত্তি করে দাম কম বা বেশি হচ্ছে। বাঁধাকপিরও প্রতি কেজির দাম রয়েছে 20- 25 টাকা কেজি। তবে ওলকপির প্রতি কেজিতে দাম রয়েছে 40- 50 টাকা। এছাড়াও, মটরশুঁটির দাম aa কিন্তু রয়েছে চড়া। 100 টাকা কেজি দরে বিকোচ্ছে মটরশুঁটি। বাজারে পেঁয়াজকলির প্রতি কেজিতে দাম রয়েছে 100 টাকা। তবে সিমের দাম রয়েছে কম, প্রতি কেজি সিম বিকোচ্ছে 40- 50 টাকা দরে।এছাড়াও, এখনও আলুর প্রতি কেজিতে দাম 20- 22 টাকা। যদিও চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে এই দাম রয়েছে 25- 26 টাকা। তবে পেঁয়াজের দাম কমার কোনও লক্ষণ নেই। এখনও কলকাতায় প্রতি কেজি 55- 60 টাকা। পাশাপাশি পেঁয়াজের সঙ্গে পাল্লা টমেটোও। শহরে প্রতি কেজি টমেটোর দাম রয়েছে 60 টাকা।

মাছ বাজারে দাম

সবজি বাজারে তুলনামূলক স্বস্তি থাকলেও মাছ বাজারে দাম কিন্তু চড়া। কাতলার প্রতি কেজিতে রেট রয়েছে 300- 500 টাকা। পাবদা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 350- 500 টাকা। এমনকি ভোলা মাছের দামও রয়েছে অনেকটাই চড়া। প্রতি কেজি ভোলার দাম রয়েছে 300- 350 টাকা। তুলনামূলক সস্তা দামে কিনে নিতে পারেন রুই, তেলাপিয়া, লোটের মতো মাছ। লোটের প্রতি কেজিতে দাম রয়েছে 100- 120 টাকা। রুই মাছের প্রতি কেজিতে দাম রয়েছে 180- 200 টাকা। আবার তেলাপিয়া পাওয়া যেতে পারে মাত্র 160- 180 টাকা কেজি হিসেবে।অন্যদিকে বর্ষা চলে গেলেও বাজারে রয়েছে ইলিশ মাছ। প্রতি কেজি 700- 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। আকারের উপর নির্ভর করছে দাম। পাশাপাশি, বাজারে গলদা চিংড়ির প্রতি কেজিতে দাম 700 টাকা ও বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম 400- 450 টাকা।

মাংসের দাম কত?

শীতের মরশুমের ঠিক শুরুতে কলকাতা ও শহরতলিতে সস্তা হয়েছে । 170- 185 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন। গোটা মুরগির কেজি রয়েছে 130- 142 টাকা। অন্যদিকে, মাটনের প্রতি কেজির দাম রয়েছে 750- 800 টাকার মধ্যে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/dAYnxyM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads