বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান! কী বলছে হিসেব? https://ift.tt/rypoPXu - MAS News bengali

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান! কী বলছে হিসেব? https://ift.tt/rypoPXu

মঙ্গলবার (৮ নভেম্বর) চলতি বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই ম্যাচে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। পাশাপাশি অস্ট্রেলিয়াও এবারের বিশ্বকাপে শেষ চারে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়া তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল। ইতিপূর্বে ভারত এবং দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের নক আউট পর্যায় কনফার্ম করে ফেলেছে।আর অস্ট্রেলিয়ার জয়ের পর এটা কনফার্ম হয়ে গেল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলতি বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা সম্ভব নয়। আগামী ১৯ নভেম্বর অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই দুটো দল এই একই ভেন্যুতে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে ১ লাখেরও বেশি দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। কিন্তু, ফাইনালে আর এই দুটো দলকে একে অপরের বিরুদ্ধে দেখতে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়া কোয়ালিফাই করার কারণে অঙ্কের বিচারে আর এই ম্যাচ সম্ভব হবে না।কেন বিশ্বকাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে পারবে না?চলতি বিশ্বকাপ ফাইনালে ভারত এবং পাকিস্তানের একে অপরের বিরুদ্ধে খেলতে নামা সম্ভব নয়। যদি পাকিস্তান কোয়ালিফাই করে, তাহলে কলকাতার ইডেন গার্ডেন্সে তারা একে অপরের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নামতে পারে। তবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কারা থাকবে, সেটা এখনও নিশ্চিত হয়নি। ফলে একটা সেমিফাইনাল যে তাদের মধ্যে হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।এর থেকে আরও একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল যে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটা দল উঠতে চলেছে। যেহেতু ভারত ইতিমধ্যেই পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে বসে রয়েছে, তাই নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়-পরাজয় টিম ইন্ডিয়ার ক্ষেত্রে কোনও ফারাক গড়তে পারবে না। এবার পাকিস্তান যদি ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে তারা চতুর্থ স্থানটা দখল করতে পারবে। পাশাপাশি নিউ জিল্যান্ডের রান রেটও তাদের টপকাতে হবে। , সেক্ষেত্রে রান রেট বিচার করা হবে। তবে যদি এই ম্যাচটা শ্রীলঙ্কা জিতে যায় কিংবা বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে আফগানিস্তানের সামনেও সেমিফাইনালে ওঠার একটা ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকবে।যদি পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারে, তাহলে আগামী ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে তাদের খেলতে হবে। অন্যদিকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে।যদি নিউ জিল্যান্ড কিংবা আফগানিস্তান নক আউট পর্যায়ে কোয়ালিফাই করে, তাহলে ভারতকে আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ে তাদের মধ্যে কোনও এক দলের বিরুদ্ধে খেলতে হবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হবে কলকাতায়।ইতিপূর্বে ভারত এবং পাকিস্তান টি-২০ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে খেলেছে। কিন্তু, একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামেনি। ২০২৩ বিশ্বকাপেও সেই আশা পূরণ হল না।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/UzpelTI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads