পাঁচ ম্যাচ হেরে অবশেষে জয় ইংল্যান্ডের, আশা চ্য়াম্পিয়ন্স ট্রফির https://ift.tt/2cYdsiw - MAS News bengali

পাঁচ ম্যাচ হেরে অবশেষে জয় ইংল্যান্ডের, আশা চ্য়াম্পিয়ন্স ট্রফির https://ift.tt/2cYdsiw

টানা পাঁচ ম্যাচে হারের পর বেশ কয়েক সপ্তাহ পর চলতি বিশ্বকাপে আবারও জয়লাভ করল। খেতাব জয়ের দৌড় থেকে তারা ইতিমধ্যে ছিটকে গেলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বুধবার রাতে নেদারল্যান্ডসকে ১৬০ রানে পরাস্ত করেছে। আট ম্যাচের মধ্যে এই নিয়ে তারা দ্বিতীয়বার জয়লাভ করল। বিশাল বড় ব্যবধানে এই জয়ের পাশাপাশি ইংল্যান্ড পয়েন্ট টেবিলে আপাতত সপ্তম স্থানে উঠে এসেছে। আপাতত তাদের শেষ ম্যাচটা কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। দুটো দলের কাছেই এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে যে কোনও মূল্যে এই ম্যাচটা ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে। আর ইংল্যান্ডও ২০২৫ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য এই ম্যাচটা জেতার আপ্রাণ চেষ্টা করবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই বিশ্বকাপে পাকিস্তান ছাড়া শীর্ষ সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে। ২০২৫ সালে এই টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করা হবে। আর আয়োজক দেশ হিসাবে পাকিস্তান এই টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণ করবে।অঘটন ঘটাতে পারল না নেদারল্যান্ডসচলতি বিশ্বকাপে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে ডাচ ক্রিকেট দল একেবারে ফ্লপ করে যায়। বুধবার পয়েন্ট তালিকায় থাকা নবম এবং দশম স্থানাধিকারীর মধ্যে লড়াই ছিল। টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বিশ্বকাপে প্রথম শতরানের দৌলতে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে। জবাবে নেদারল্যান্ডস ৩৭.২ ওভারে মাত্র ১৭৯ রানেই অলআউট হয়ে যায়। আর ১৬০ রানে এই ম্যাচটা তারা হেরে যায়। নেদারল্যান্ডসের হয়ে তেজা নিদমানমুরু সর্বাধিক ৪১ রানে অপরাজিত থাকেন। আদিল রশিদ এবং মঈন আলি দুটো করে উইকেট শিকার করেছেন।প্রলেপ লাগল কাটা ঘায়েএই টুর্নামেন্ট চলাকালীন আইসিসি ঘোষণা করেছে যে আয়োজক দেশ পাকিস্তান ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী শীর্ষ সাত দলকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ দেওয়া হবে। আর এই ঘোষণার পর থেকেই প্রতিটা দল প্রথম সাতের মধ্যে নিজেদের জায়গা তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। চার বছর আগে ওডিআই বিশ্বকাপজয়ী ইংল্যান্ড এবার একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি। ইতিপূর্বে ইংল্যান্ড আর কোনও বিশ্বকাপ টুর্নামেন্টে একটানা এতগুলো ম্যাচ হারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার জন্য ইংল্যান্ডকে এবার পাকিস্তানকেও হারাতে হবে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/U6Kp2Ex
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads