১০০ ফুটের মণ্ডপে ইলোরার কৈলাসা মন্দির, বারাসতের কালীপুজোয় বিশেষ চমক https://ift.tt/sY7GDpH - MAS News bengali

১০০ ফুটের মণ্ডপে ইলোরার কৈলাসা মন্দির, বারাসতের কালীপুজোয় বিশেষ চমক https://ift.tt/sY7GDpH

কালীপুজোয় দর্শনার্থীদের প্রধান আকর্ষণ থাকে বারাসতের পুজোয়। চোখ ধাঁধানো থিমে একে অপরকে টেক্কা দেয় বারাসতের পুজো কমিটিগুলি। এবারেও থিমের লড়াইয়ে এক চুলও জায়গা ছাড়তে রাজি নয় বারাসতের খ্যাতনামা কালীপুজোগুলো। যার মধ্যে অন্যতম আমরা সবাই ক্লাব।কী থিম পুজোয়?বারাসাতের কালীপুজোগুলির মধ্যে গত সাত বছর ধরে মানুষের বিশেষ নজরে রয়েছে 'আমরা সবাই ক্লাব' এর পুজোয়। এবছর সপ্তম বর্ষে পড়ছে তাঁদের পুজো। এবার তাঁদের থিম ভাবনায় উঠে এসেছে মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদের রক কাট টেম্পেল, কৈলাসা মন্দির। এলাকায় এই পুজো বারাসত পুরসভার কাউন্সিলর অরুণ ভৌমিকের পুজো বলেই পরিচিত। প্রস্তুতির একেবারে শেষ লগ্নে জোরকদমে চলছে কাজ।থিমের ভাবনা কেমন?অরুণবাবুর নিজের ভাবনাতেই এই রূপ পাচ্ছে। ইলোরা গুহার কৈলাসা মন্দিরের অনুকরণে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মণ্ডপ। এটি মহারাষ্ট্রের অন্যতম দর্শনীয় স্থাপত্য। মূলত পাথর কেটে তৈরি করা হয়েছিল এই মন্দির। মহারাষ্ট্রে গিয়ে এই মন্দির দর্শন করতে খরচ হয় মোটা অংকের টাকা। কিন্তু এবার থিমের আদলে এই মন্দির দর্শনের সুযোগ করে দিচ্ছে বারাসাতের নবপল্লীর আমরা সবাই ক্লাব। থিমের উপকরণ কী?অবিকল ইলোরার কৈলাসা মন্দির তৈরি হচ্ছে নবপল্লীতে। ফাইবার, প্লাস্টার অফ প্যারিস, প্লাই, বাঁশ, দড়ি দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। দূর থেকে মণ্ডপটি দেখলে মনে হচ্ছে পাথর কেটে তৈরি করা হয়েছে। ভেতরেও কারুকার্যে থাকছে বিশেষ চমক। মণ্ডপের উচ্চতা প্রায় ১০০ ফুট ও চওড়ায় প্রায় ১২৮ ফুট হচ্ছে। মণ্ডপের ভিতরের রুপালি রংয়ের সিংহাসনে বিরাজমান থাকবেন শ্যামা মায়ের তিনটি রূপ। কী জানাচ্ছে পুজো কমিটি?পুজো কমিটির সম্পাদক অরুণ ভৌমিক জানান, সিংহাসনে একটি কষ্টিপাথরের, দ্বিতীয়টি সাদা-কালো পাথরের ও তৃতীয়টি কাঁসা-পিতলের দেবী মূর্তি দেখা যাবে। ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে মন্ডপ তৈরির কাজ। এখন চলছে সাজিয়ে তোলার কাজ। মষ্ণপের সামনে দেখা যাবে সুউচ্চ ফোয়ারা। সব মিলিয়ে বিশেষ এই মন্ডপ দর্শন করতে দর্শনার্থীদের আসতে হবে বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবে। বাড়তি ভিড় সামাল দিতেও প্রস্তুতি নেওয়া হচ্ছে উদ্যোক্তাদের তরফে। কালী পুজোয় এবার তাঁদের মণ্ডপে ভিড় উপচে পড়বে বলেই মনে করছেন উদ্যোক্তারা। দর্শনার্থীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/TS7GHV1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads