ফের বাংলাদেশে লিটন, দ্রুত ভারত আসার নির্দেশ ক্ষিপ্ত বোর্ডের https://ift.tt/s67xgWd - MAS News bengali

ফের বাংলাদেশে লিটন, দ্রুত ভারত আসার নির্দেশ ক্ষিপ্ত বোর্ডের https://ift.tt/s67xgWd

সম্প্রতি শ্রীলঙ্কাকে চলতি বিশ্বকাপ টুর্নামেন্টে পরাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আশাও তারা জিইয়ে রেখেছে। ইতিমধ্যে এই জয়লাভের একদিন পরেই টাইগারবাহিনীর তারকা ব্যাটার আরও একবার দেশে ফিরে গেলেন। ইতিপূর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ার পরই কলকাতা থেকে সরাসরি ঢাকায় ফিরে গিয়েছিলেন লিটন। তখন তিনি সন্তানসম্ভবা স্ত্রী'র সঙ্গে দেখা করে আসেন। একদিন পরেই অবশ্য তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেন। যাইহোক, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ইতিমধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে আঙুলে চোট পেয়েছিলেন। আর সেকারণেই তিনি চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তাঁর সঙ্গেই ।বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, চলতি বিশ্বকাপের মাঝপথেই যে লিটন বারংবার বাড়ি ফিরে যাচ্ছেন, এই বিষয়টা বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) একেবারেই ভালো চোখে দেখছে না। খানিক ক্ষিপ্ত হয়েই আগামী কয়েকদিনের মধ্যে তাঁকে দলে যোগ দেওয়ার কথাও বলা হয়েছে। শোনা যাচ্ছে, বৃহস্পতিবারের (৯ নভেম্বর) মধ্যেই নাকি লিটনকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।ওই সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে যে টুর্নামেন্টের মাঝপথে কীভাবে লিটন আবারও বাড়ি ফিরে গেলেন, তা নিয়ে দলের ম্যানেজমেন্টও যারপরনাই বিস্ময় প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমের কথায়, বিসিবি'র একটি সূত্র থেকে নাকি বলা হয়েছে যে দলের হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহের অনুমতি নিয়েই লিটন বাড়ি ফিরেছেন। কোচ তাঁকে জানিয়েছিলেন যে তাঁর কোনও অসুবিধা নেই। তবে দেশে ফিরতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা অনুমতি নিতে হবে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, এরপর লিটন তাঁর সতীর্থ খালেদ মেহমুদকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেন। খালেদ বাংলাদেশে BCB আধিকারিকদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন। কিন্তু, সেখানে লিটনের এই বাড়ি যাওয়ার ব্যাপারে প্রশ্ন ওঠে এবং অনুমতি প্রাথমিকভাবে মঞ্জুর করা হয়নি। তবে খালেদ বুঝিয়ে-সুঝিয়ে ব্যাপারটা ম্যানেজ করেন এবং লিটন শ্রীলঙ্কা ম্য়াচের পর বাড়ি ফিরে আসেন। বিসিবি-র অনুমতি নিয়েই লিটন যে দেশে ফিরেছেন, সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, মাত্র কয়েকদিনের ব্যবধানে লিটন ২ বার বাড়ি ফিরে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আধিকারিকরা তাঁর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে।অনেকে আবার নাকি এও বলতে শুরু করেছেন যে দল যখন এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে, সেই সময় বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত একেবারেই অজ্ঞতার পরিচয় দেয়। আর সেকারণেই বৃহস্পতিবারের আগে তাঁকে বারবার দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অস্ট্রেলিয়া ম্যাচের আগে লিটন যদি নিয়ম না মানেন, তাহলে বোর্ডের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/5JYnxSc
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads