গ্রামে থাকলেই মিলবে লাখ লাখ টাকা! কেন এই আজব সিদ্ধান্ত সরকারের? https://ift.tt/D0jOp3q - MAS News bengali

গ্রামে থাকলেই মিলবে লাখ লাখ টাকা! কেন এই আজব সিদ্ধান্ত সরকারের? https://ift.tt/D0jOp3q

সমুদ্রের তীরে সাজানো গোছানো গ্রাম। একবার সেখানে গিয়ে থাকা শুরু করলেই প্রতি মাসে মিলবে লাখ লাখ টাকা! কোনও সংস্থা বা কোম্পানি নয়, এই অফার দিয়েছে স্বয়ং সরকার। সামান্য কয়েকটা শর্ত পূরণ করলেই কেল্লাফতে। খুলে যাবে ভাগ্যের চাকা। কোথায় চালু হয়েছে আজব নিয়ম? এই সময় ডিজিটাল-র এই প্রতিবেদনে সেই গ্রামের হদিশ দিলাম আমরা। দক্ষিণ ইটালির ক্যালাব্রিয়ায় থাকার জন্য রীতিমতো ঝুলোঝুলি করছে সেদেশের সরকার। ফলাও করে বিজ্ঞাপন দিয়ে ওই গ্রামের বাসিন্দা হতে আমন্ত্রণ জানিয়েছে জর্জিয়া মেলোনি প্রশাসন। তার পরও সেভাবে সাড়া না মেলায় মাসিক ২৬ হাজার পাউন্ড ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬.৪৮ লাখ টাকা। কেন এই গ্রামের জন্য ডেকে ডেকে লোক আনতে হচ্ছে ইটালি সরকারকে? প্রশাসন সূত্রে খবর, গত কয়েক বছরে ক্যালাব্রিয়ার জনসংখ্য়া অস্বাভাবিক কম গিয়েছে। লোকজন প্রায় সেখানে নেই বললেই চলে। তাই একে ঘুমন্ত গ্রাম হিসেবে অ্যাখ্যা দিয়েছে সরকার। কিন্তু ভূমধ্য়সাগরের কোলে ক্যালাব্রিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তাই সেখানে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাইছে মেলোনি প্রশাসন। আর সেই লক্ষ্যে গ্রামকে প্রাণ চঞ্চল করে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন তাঁরা। ইটালি সরকারের তরফে দেওয়া বিজ্ঞাপনে বলা হয়েছে, ক্যালাব্রিয়ায় থাকার আবেদন করলে তিন বছর পর্যন্ত প্রতি মাসে প্রায় ২৭ লাখ টাকা পর্যন্ত পাবেন বাসিন্দারা। শর্ত একটাই সেখানে ব্যবসা শুরু করতে হবে তাঁকে। যেকোনও বয়সের ব্যক্তিরা সেখানে থাকার জন্য আবেদন করতে পারবেন না। ৪০ বছর বা তাঁর কম বয়সীদেরই আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, অনুমতি পাওয়ার ৯০ দিনের মধ্যে গ্রামে গিয়ে পাকাপাকিভাবে থাকতে হবে আবেদনকারীকে। ভূপর্যটকদের কথায়, ক্যালাব্রিয়া হল ইটালির 'পায়ের আঙুল'। সেখানকার পাহাড়ি ল্যান্ডস্কেপ চোখ জোড়ানো। কিন্তু হোটেল বা থাকার ব্যবস্থা সেভাবে না থাকায় সেখানে খুব কম পর্যটকের পা পড়ে। এই সুবিধাগুলি বাড়লে ইউরোপের অন্যতম সেরা ডেস্টিনেশন হয়ে উঠতে পারে ক্যালাব্রিয়া। উল্লেখ্য়, প্রতিবছর লাখ লাখ পর্যটক রোম, মিলান ও ভেনিসের মতো ইটালির শহরগুলিতে বেড়াতে যান। এই পর্যটকদের ক্যালাব্রিয়ায় যাওয়ার জন্য উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি ডেস্টিনেশন ওয়েডিং ও অন্যান্য কিছু অনুষ্ঠানও সেখানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইটালীয় শিল্পপতিদের তরফে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে ওই গ্রামে থেকে ব্যবসা শুরু করা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছেন তাঁরা। তবে সাহসী তরুণ-তরুণীরাই এব্যাপারে উৎসাহিত হবেন বলেই আশাপ্রকাশ করা হচ্ছে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/iIsFmcM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads