কীভাবে এখনও সেমিতে যেতে পারবে পাকিস্তান? দেখে নিন জটিল সমীকরণ https://ift.tt/jYHrfI5 - MAS News bengali

কীভাবে এখনও সেমিতে যেতে পারবে পাকিস্তান? দেখে নিন জটিল সমীকরণ https://ift.tt/jYHrfI5

বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের সামনে শ্রীলঙ্কা মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায়। এই ম্যাচে কিউয়িরা মাত্র ২৩ ওভারে ৫ ওভারে ৫ উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্যমাত্রা হাসিল করে নেয়। টানা ৪ ম্যাচে হারার পর নিউ জিল্যান্ডের কাছে এই ম্যাচটা অত্যন্তই গুরুত্বপূর্ণ ছিল। কারণ তাদের কাছে মাত্র ৮ পয়েন্টই ছিল। এই পরিস্থিতিতে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে যে কোনও মূল্যে তাদের হারাতেই হত। কীভাবে সেমিফাইনালে উঠবে পাকিস্তান?এবারের বিশ্বকাপে পাকিস্তানের কাছে সেমিফাইনালে ওঠার সুযোগ আর নেই বললেই চলে। কারণ কিউয়ি ক্রিকেট দল ইতিমধ্যেই ১০ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে তাদের নেট রান রেট বর্তমানে ০.৭৪৩ রয়েছে। আর পাকিস্তান রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। তাদের কাছে রয়েছে ৮ পয়েন্ট। এই পরিস্থিতিতে সেমিফাইনালে উঠতে হলে, বাবর আজম অ্যান্ড কোম্পানিকে যে কোন মূল্যে ইংল্যান্ডকে হারাতেই হবে। পাকিস্তান হেরে গেলে যাবতীয় খেলই খতম। যদি জেতে, তাহলেও কিন্তু আশার আলো যে খুব একটা থাকবে, এমনটা প্রত্যাশা না করাই ভালো। কারণ পাকিস্তানের নেট রান রেট বর্তমানে ০.০৩৬ রয়েছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডকে শুধুমাত্র হারালেই হবে না, পাকিস্তানকে কমপক্ষে ২৮৭ রানের ব্যবধানে জয়লাভ করতে হবে। এই পরিস্থিতিতে পাকিস্তান আদৌ শেষ চারে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।নিউ জিল্যান্ডের দুর্দান্ত বোলিংনতুন বল হাতে ট্রেন্ট বোল্টের দুর্দান্ত পারফরম্যান্সের পর মিচেল স্যান্টনার এই উইকেটের ভরপুর ফায়দা তুললেন। আর সেকারণেই নিউ জিল্যান্ড শ্রীলঙ্কাকে ১৭১ রানে অলআউট করে দেয়। নিউ জিল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দলের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট (৩-৩৭) এবং বাঁ হাতি স্পিনার স্যান্টনার (২-২২) দলের প্রয়োজন অনুসারে বল করেন। শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটার কুশল পেরেরা ১ রানের মাথায় একটা লাইফলাইন পেয়েছিলেন। তারপর তিনি ২৮ বলে ৫১ রান করেন।কিন্তু, জলদিই শ্রীলঙ্কার ৭০ রানে ৪ উইকেট পড়ে যায়। একদিক থেকে একের পর এক উইকেট পড়ছিল, আর অন্যদিকে ধরে রেখেছিলেন কুশল পেরেরা। সাউদির বিরুদ্ধে যথেষ্ট ভালো ব্যাটিংও করেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কুশল যথেষ্ট ভালো একটি হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে এই ম্যাচে হারতে হয়।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/qLgbD3E
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads