'দেশকে ধোঁকা দেওয়ার আগে মরে যাব...', ভাইরাল সামির পুরনো ভিডিয়ো https://ift.tt/QjqFlTS - MAS News bengali

'দেশকে ধোঁকা দেওয়ার আগে মরে যাব...', ভাইরাল সামির পুরনো ভিডিয়ো https://ift.tt/QjqFlTS

চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার দুর্দান্ত বল করেছেন। গত বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে মহম্মদ সামি একাই সাতটি উইকেট শিকার করে কিউয়িদের কোমর কার্যত ভেঙে দেন। কিন্তু, সামির পক্ষে সাফল্যের এই যাত্রা একেবারেই সহজ ছিল না। ব্যক্তিগত জীবনে তাঁকে বহু প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল। এমনকী, তাঁর স্ত্রী হাসিন জাহান দেশদ্রোহিতার অভিযোগও নিয়ে এসেছিলেন। যদিও সেই অভিযোগ একেবারেই ধোপে টেকেনি। এরপর একটি সর্বভারতীয় সংবাদ চ্য়ানেলে তাঁর কাছে এই অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাব দিতে গিয়ে সামি চোখের জল কোনওক্রমে ধরে রাখেন এবং বলেন, 'যদি দেশকে ধোঁকা দেওয়ার কোনও চিন্তাও আমার মাথায় আসে, তাহলে তার আগে আমি মরে যাব।' চলতি বিশ্বকাপের মরশুমে ইতিমধ্যে মহম্মদ সামির সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। দেখে নিন সেই ভিডিয়ো :সৈয়দ রিজওয়ান আহমেদ নামে একজন নেটিজেন তাঁর সামাজিকমাধ্যম এক্স-য়ে একটি মহম্মদ সামির একটি থ্রোব্যাক ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োয় মহম্মদ সামি এমন কথা বলেছেন যা শুনে আপনার হৃদয়ও কিছুটা কেঁপে উঠবে। প্রসঙ্গত, হাসিন জাহান মহম্মদ সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের মতো মারাত্মক অভিযোগ নিয়ে আসেন। তো সেই ইন্টারভিউয়ে সামি বলেন, 'যদি আমার বিরুদ্ধে দেশকে ধোঁকা দেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে একটাই কথা বলব যে সবাই আমাকে খুব ভালো করেই চেনেন। আজ পর্যন্ত আমি যেটুকু খেলেছি, যেটুকু পারফর্ম করেছি, সেটা একেবারেই নিজের মন থেকে করেছি। দেশের জন্য করেছি। আর চিরকাল সেটা করেও যাব। আর যদি আমার বিরুদ্ধে দেশকে ধোঁকা দেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে দেশদ্রোহিতা করার পরিবর্তে মরে যেতেই বেশি পছন্দ করব।' ভারতীয় ক্রিকেট দলের 'গর্ব' মহম্মদ সামিএবার ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ সামির পারফরম্য়ান্স নিয়ে আলোচনা করা যার। । বুধবার অর্থাৎ ১৫ নভেম্বর আয়োজিত প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি দুর্দান্ত বোলিং করেন। ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে তিনি ৭ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ভারতের প্রথম বোলার হিসেবে তিনি বিশ্বকাপ টুর্নামেন্টে ৫০ উইকেট শিকার করেছেন।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/uD3El1W
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads