Bangla News
Bengali Breaking News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/UuKzJxk
যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসায় নজির, ১২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু বেলুড়ে https://ift.tt/v9t2HpS

: পূর্ব ভারতে এই প্রথম বেলুড়ে চালু হল যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। গত ২০১৯ সালের ২ মার্চ এই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রায় ৭০ কোটি টাকায় নির্মিত যোগা ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ 'যোগশ্রী'র আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কী জানা যাচ্ছে? জেলায় বেলুড় স্টেশন সংলগ্ন বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের পাশেই গড়ে উঠেছে এই যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ। এই বছরেই কলেজে নিট এর মাধ্যমে ৪৬ জন ছাত্রছাত্রী বিএনওয়াইএস অর্থাৎ ব্যাচেলর অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগিক সায়েন্সেস কোর্সে ভর্তি হয়েছেন। এই কলেজে প্রতিবছর ৫০ জন করে ছাত্রছাত্রী এই কোর্স পড়ার জন্য ভর্তির সুযোগ পাবেন। কী রকম ব্যবস্থা হাসপাতালেপাশাপাশি থাকছে ১২০ জন রোগীর এখানে ভর্তি থেকে চিকিৎসার সুযোগ। এখানে ইতিমধ্যেই বহির্বিভাগে রোগীরা পরিষেবা পাচ্ছেন। এখন থেকে যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সব রকম সুযোগও মিলবে এখানে। এদিন অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী পূর্ব ভারতে প্রথম ও বেলুড়ের মত পুণ্যজনের পদধূলি ধন্য জায়গায় এই কলেজ গড়ে তোলায় সম্পূর্ণ উদ্যোগ নেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য দফতরের সব পদস্থ আধিকারিক ছাড়াও যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সেক্রেটারি তুষার শীল ও বিধায়ক রানা চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। ছোট ছোট যোগ শিক্ষার্থীরা সুন্দর যোগ প্রদর্শন ও নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলেন। এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ শুরু হয় বছর পাঁচেক আগে। যোগা হাসপাতাল নির্মাণের জন্য বেলুড় হাসপাতাল পরিদর্শন করেছিলেন রাজ্যের আয়ুষ, যোগ ও মেডিক্যাল কাউন্সিলের প্রতিনিধিরা। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের চেয়ারম্যান তুষার শীল, তৎকালীন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান বিধায়ক নির্মল মাজি সহ অন্যান্যরা।রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা দেবাশিস ঘোষ জানিয়েছেন, প্রথম বছর হিসাবে এবারে পড়ুয়া ভর্তির দিক থেকে মেডিক্যাল কলেজ যথেষ্ট ভাল সাড়া পেয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলে। বেশিরভাগ পড়ুয়া এই রাজ্যের বাসিন্দা বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, প্রথম একটি যোগ কাউন্সিল গঠন করে যোগ ও প্রাকৃতিক চিকিৎসাকে সুসংহত করার পরিকল্পনা শুরু করেছিলেন। পরবর্তীকালে সেই কাউন্সিলের দাবি মেনে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চালু করা হয়। এরপর দীর্ঘ কয়েক বছর ধরে ক্যাম্পাসে পাঁচতলা বিল্ডিং তৈরি হয় এই যোগ মেডিক্যাল কলেজ।
from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/UuKzJxk
Leave Comments
Post a Comment