ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই চিঠি পাঠালেন লাদেন! চমকে উঠল আমেরিকা https://ift.tt/ADspSPe - MAS News bengali

ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই চিঠি পাঠালেন লাদেন! চমকে উঠল আমেরিকা https://ift.tt/ADspSPe

মধ্যপ্রাচ্যের সংঘর্ষের মধ্যে ওসামা বিন লাদেনের চিঠির একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নতুন করে তৈরি হয়েছে জল্পনা। আমেরিকানদের উদ্দেশ্যে দেওয়া সেই চিঠিতে সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। তাতে 9/11 হামলাকে সমর্থন করার পাশাপাশি ইজরায়েল-প্যালেস্তাইন প্রসঙ্গও তুলে ধরেছেন আল কায়দা প্রধান। জানা গেছে, প্রধানের চিঠিতে ২০০১ সালে হামলার পর লেখা হয়েছিল। যা ছিল মার্কিন মাটিতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা। হামলাকে মান্যতা দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছিল ইজরায়েলের পাশে থাকার বার্তা। সেই সঙ্গে প্যালেস্তাইন-ইজরায়েল সমস্যা না মেটানোর জন্য চিঠিতে মার্কিন রাষ্ট্রপ্রধানদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন লাদেন। সেই সঙ্গে খৃষ্টানদের রক্ত দিয়ে মার্কিন ঔদ্ধত্যের জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ইতিমধ্যে ইজারায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। সেই সঙ্গে সমস্ত ধরনের সামরিক সহায্যের দেওয়া হয়েছে আশ্বাস। কিন্তু গাজায় ইজরায়েলি সেনার হামলায় শিশু সহ হাজার হাজার লোকের মৃত্যুর ঘটনার পর মার্কিনবাসী কার্যত দু’ভাগ। । তারই মধ্যে লাদেনের চিঠির ভিডিয়ো ফের একবার প্রকাশ্যে আসাকে যথেষ্ঠ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। লাদেনের চিঠির ভিডিয়ো সোশ্য়াল মিডিয়া সুনামির মতো আছড়ে পড়ে। হাজার হাজার TikTok ব্যবহারকারীরা ক্লিপ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় করেছে পোস্ট। ২০০২ সাল থেকে আমেরিকার একটি প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে ওয়েবসাইটে নথিভুক্ত ছিল। কিন্তু ভাইরাল হওয়ার পর ওয়েবসাইট থেকে তা সরিয়ে দেওয়া হয়েছে। আর ওয়েবসাই থেকে চিঠিগুলি সরিয়ে দেওয়ার ফলে প্রকাশিত চিঠির ভিডিয়োগুলি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আরও বেড়েছে বলে জানা গেছে। তবে, ওয়াবেসাইট থেকে চিঠিগুলি সরিয়ে ফেলা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমটির তরফে কোনও কারণ জানানো হয়নি। উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে আল কায়দা প্রধান লুকিয়ে আছে বলে বিশেষ সূত্রে খবর পায় মার্কিন সেনাবাহিনী। এরপর সেই বাড়িতে চালানো হয় অভিযান। মার্কিন সেনার হাতে মৃত্যু হয় আল কায়দা প্রধানের। গত ৭ অক্টোবর ভোরে গাজা ভূথণ্ড থেকে ইজরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালায় হামাস গোষ্ঠী। পরে সীমান্ত অতিক্রম করে তেল আভিবের ভূখণ্ডে ঢুকে হত্যালীলা চালায়। পণবন্দির পাশাপাশি বহু মানুষকে হত্যা করে। পাল্ গাজাকে হামাস মুক্ত করতে ইজরায়েল হামলা চালালে শিশু সহ ১১ হাজারের বেশি প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/EbOT6XI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads