বিশ্বকাপে হারের পর সূর্যোদয়! ক্য়াপ্টেনের ইনিংসে হার মানল অস্ট্রেলিয়া https://ift.tt/PlzhyAb - MAS News bengali

বিশ্বকাপে হারের পর সূর্যোদয়! ক্য়াপ্টেনের ইনিংসে হার মানল অস্ট্রেলিয়া https://ift.tt/PlzhyAb

বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে সামান্য প্রলেপ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে 'সূর্য তেজে' পুড়ল অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের বিধ্বংসী ইনিংসে ভর করেই ক্যাঙারু ব্রিগেডের বিরুদ্ধে জিতল মেন ইন ব্লু। চাপের মুখে সূর্যকুমার যাদবের অধিনায়কচিত ইনিংসের ভূয়সী প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে প্রথম টি-২০তে ভারতের সামনে ২০৯ রানের টার্গেট রাখে অজিরা। জবাবে খেলতে নেমে পরপর দু'টি উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে টিম ইন্ডিয়া। সেই সময় ক্রিজে আসেন ক্যাপ্টেন সূর্য। ঈশান কিষাণকে সঙ্গে বড় রানের পার্টনারশিপ তৈরি করেন তিনি। তাঁর ৪২ বলে ৮০ রানের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ৪টি ছয়তে। স্ট্রাইক রেট ছিল ১৯০-র বেশি। অন্যদিকে এদিনের ম্যাচে হাফ সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। ৩৯ বলে ৫৮ রান করেন তিনি। ২টি চার ও ৫টি পেল্লাই ওভার বাউন্ডারি হাঁকান ভারতের এই উইকেট-রক্ষক ব্যাটার। ঈশানের স্ট্রাইক রেট ছিল ১৫০-র কাছাকাছি। উল্লেখ্য, এদিন ক্যাপ্টেনের মতো ইনিংস খেললেও বিশেষজ্ঞদের একাংশের সমালোচনার মুখে পড়েন ক্যাপ্টেন সূর্য। ফিনিশারের ভূমিকা পালন করতে পারেননি তিনি। ব়্যাশ শট মারতে গিয়ে বেরেনড্রকের বলে হার্ডিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সূর্য ফিরতেই পর পর উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত। শেষে অবশ্য মাথা ঠাণ্ডা রেখে ম্য়াচ বের করে নেন রিঙ্কু সিং। এক বলে যখন জয়ের জন্য এক রান প্রয়োজন ছিল, তখন ছক্কা হাঁকান তিনি। মাত্র ১৪ বলে ২২ রান রান করে ম্যাচে অপরাজিত ছিলেন রিঙ্কু। এদিন টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ক্যাপ্টেন সূর্য। প্রথম ইনিংসে শতরান করেন জস ইংলিশ। ৫০ বলে ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। পাশাপাশি ৪১ বলে ৫২ রান করেন ওপেনার স্টিভ স্মিথ। মূলত এই দু'জনের রানের উপর ভর করেই ২০০ গণ্ডি পেরিয়ে যায় ক্যাঙারু ব্রিগেড।বিশ্বকাপ ফাইনালে হারের পিছনে ভারতের মিডল অর্ডারের ব্যর্থতাকেই মূলত দায়ী করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ক্যাঙারুদের বিরুদ্ধে প্রথম টি-২০তেও সেটা চোখে পড়েছে। এদিন মোট তিন জন খেলেয়াড় কোনও রান না করে ড্রেসিংরুমে ফিরে যান। তাঁরা হলেন ঋতুরাজ গায়কোয়াড, আর্শদীপ সিং ও রবি বিষ্ণোই। এছাড়াও মাত্র ২ রানে ক্রিজ ছাড়েন অক্ষর প্যাটেল। ফলে একটা সময় জেতা ম্যাচ হাতছাড়া হচ্ছে বলে মনে হয়েছিল। ফিনিশার হিসেবে ক্যাপ্টেন সূর্যর দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করা উচিত ছিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/fmJyUcd
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads