১২ দিনের মাথায় আশার আলো! শেষ ল্যাপে আটক শ্রমিকদের উদ্ধারকাজ https://ift.tt/4mkztv7 - MAS News bengali

১২ দিনের মাথায় আশার আলো! শেষ ল্যাপে আটক শ্রমিকদের উদ্ধারকাজ https://ift.tt/4mkztv7

১২ দিন পর কিছুটা হলেও আশার আলো। সবকিছু ঠিক ঠাকলে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে বৃহস্পতিবার মধ্যে উদ্ধার করা সম্ভব হবে। প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। চূড়ান্ত পর্যায়ে উদ্ধার অভিযান। সুড়ঙ্গের বাইরে দাঁড়িয়ে রয়েছে সার সার অ্য়াম্বুলেন্স, যাতে শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করা হলেও তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে গতি বাড়াতে দিল্লির সাত ।বুধবার রাতে উদ্ধারকারী অফিসার হারপাল সিং জানিয়েছিলেন, অনুভূমিক ড্রিলিংয়ের মাধ্যমে ৪৪মিটারের পাইপগুলি ধ্বংসস্তূপের মধ্যে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে আগে থেকেই ছিল ইস্পাতের কিছু রড। সেগুলিকে মেশিন দিয়ে কাটা যায়নি। আগে সেই রডগুলি কেটে ফেলবেন এনডিআরএফ কর্মীরা। তারপর আবার মেশিন ব্যবহার করা যাবে।' আশা করা হচ্ছে কয়েক ঘণ্টার মধ্যে কেটে ফেলা যাবে রডগুলি। ৫ ঘণ্টার মধ্য়ে যাতে দু'টি পাইপ যাওয়ার মতো পথ প্রস্তুত করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে। সকালের মধ্যেই উদ্ধারকারী দলের সদস্যরা শ্রমিকদের কাছে পৌঁছতে পারবে বলে আশা। সুড়ঙ্গের ভিতরে বসেছে পাইপ। সেই পাইপ দিয়েই ট্রলি বা স্ট্রেচারে করে শুয়ে শ্রমিকদের কাছে পৌঁছবেন উদ্ধারকারী দলের সদস্যরা। জানা গিয়েছে, এনডিআরএফের ১৫ সদস্য সুড়ঙ্গে প্রবেশ করবেন। তারপর আটকে থাকা ৪১ শ্রমিককে বের করে আনার কাজ শুরু হবে। অক্সিজেন মাস্ক পরে পাইপের মাধ্যমে সুড়ঙ্গে ঢুকেছেন উদ্ধারকারী দলের সদস্যেরা।মঙ্গলবার থেকে শুরু হয়েছে ড্রিল করার কাজ। এখনও পর্যন্ত খবর, আটকে পড়া শ্রমিকদের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছেন উদ্ধারকারী দলের সদস্য়রা। তবে ড্রিল করতে হচ্ছে খুবই সাবধানে, কারণ পাহাড়ে ফের ধস নামলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। উদ্ধারকাজ বন্ধ ছিল গত ১৭ নভেম্বর। উদ্ধারকারী ধসের মধ্যে প্রায় ৩৯ মিটার ড্রিল করে ফেলেছিলেন। কিন্তু ফের ধস নামায় স্থগিত রাখা হয়েছিল উদ্ধারকাজ। শ্রমিকদের পাইপের মাধ্যমে পাঠানো হয়েছে খাবার। মঙ্গলবার রাতে পাঠানো হয়েছে নিরামিষ পোলাও, মটর পনির, রুটি ও মাখন। সহজেই যাতে ওই খাবার হজম হয় তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ ভাবে। ৬ ইঞ্জি পাইপের মাধ্যমেই ওই খাবার পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা বার বার ব্যর্থ হয়েছে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/uzNsS5I
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads