'ধোনির পর দেশের নয়া ফিনিশার...', রিঙ্কুর ব্যাটিংয়ে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার https://ift.tt/Iaseuom - MAS News bengali

'ধোনির পর দেশের নয়া ফিনিশার...', রিঙ্কুর ব্যাটিংয়ে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটার https://ift.tt/Iaseuom

রিঙ্কু সিংই কি ভারতীয় ক্রিকেট দলের নয়া ফিনিশার? আগামীদিনে তিনিই কি মহেন্দ্র সিং ধোনির অভাবটা টিম ইন্ডিয়ায় পূরণ করবেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের পর এমন বহু প্রশ্নই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনের ভিতর ঘুরপাক খেতে শুরু করেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার আরও একবার প্রমাণ করে দিলেন কেন দেশের ক্রিকেট সমর্থকেরা মহেন্দ্র সিং ধোনির পরবর্তী ফিনিশার হিসেবে বেছে নেবেন। বিশাখাপত্তনমে আয়োজিত এই ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২ উইকেটে জয়লাভ করেছে। তার থেকেও বড় বিষয় হল, ম্যাচের একেবারে শেষ বলে ছক্কা হাঁকিয়ে রিঙ্কু ভারতের জয় নিশ্চিত করেছেন।ইতিমধ্য়েই দেশের ক্রিকেট সমর্থকেরা রিঙ্কুর জয়গান গাইতে শুরু করেছেন। অনেকে তো আবার ভারতের এই তরুণ ব্যাটারকে কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। ধোনি ২০১১ বিশ্বকাপের ফাইনালে যেভাবে ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়াকে জিতিয়েছিলেন, রিঙ্কুর এই ইনিংসকে তার সঙ্গেই তুলনা করা হচ্ছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ার মনে করেন, ম্যাচ ফিনিশ করার ব্যাপারে রিঙ্কু নিজেকে একেবারে চূড়ান্ত দক্ষ করে ফেলেছেন।প্রসঙ্গত এই ম্য়াচে রিঙ্কু ১৪ বলে ২২ রান করেছেন। হাঁকিয়েছেন চারটে বাউন্ডারি। জয়ের জন্য ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া ১ বল বাকি থাকতেই কাঙ্খিত লক্ষ্যমাত্রা হাসিল করে নেয়।আর এমন একটা পারফরম্যান্সের পর বাঁ-হাতি রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নায়ার। তাঁর মতে, খুব অল্প সময়ের মধ্যেই রিঙ্কু ভারতীয় ক্রিকেট দলে নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন। নায়ারের কথায়, রিঙ্কু ইতিমধ্যেই নিজেকে যথেষ্ট ম্যাচিওরড ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছেন।জিও সিনেমায় ম্যাচ নিয়ে আলোচনা করতে গিয়ে অভিষেক বললেন, 'ও নিজের যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করেছে। আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যে ইতিপূর্বে আইপিএল টুর্নামেন্ট এবং ঘরোয়া ক্রিকেটে এই একই কাজ করে এসেছে। রিঙ্কু স্নায়ু যুদ্ধে বরাবরই জয়লাভ করেছে এবং দ্রুতগতিতে উপরের দিকে উঠে আসছে।'সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ভারতীয় ক্রিকেট দলের হয়ে এই নিয়ে তৃতীয়বার ও এমন পারফরম্যান্স করল। তিনবারই টিম ইন্ডিয়ার রিঙ্কুকে দরকার ছিল, আর ও নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। এমনটা নয় যে গত ৫-৭ বছর ধরে ও আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কিন্তু, ওর মধ্যে যে পরিপক্কতা এবং দক্ষতা রয়েছে, তা দেখে অনায়াসেই বোঝা যায় যে রিঙ্কু লম্বা দৌড়ের ঘোড়া।' পাশাপাশি অভিষেক নায়ার একথা বলতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি যে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই নয়া ফিনিশার পেয়ে গিয়েছে। বললেন, 'একটা ইনিংস কীভাবে শেষ করতে হয়, সেই ব্যাপারে রীতিমতো দক্ষতা অর্জন করেছেন রিঙ্কু। এটা খুব একটা সহজ কাজ নয়। এতদিন ধরে হার্দিক এবং ধোনি এই কাজটা জাতীয় দলের হয়ে করে এসেছেন। কিন্তু, তারপর আর কেউ সেই দায়িত্বটা গ্রহণ করতে পারেনি। কেউ এত ভালো ফিনিশার হিসেবে উঠে আসেনি। ও কত রান করল, সেটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। কীভাবে ও দলকে জেতাচ্ছে, সেটাই সবথেকে বড় ব্যাপার। ও যখন ব্যাট করে নিজের মাথাটা অসম্ভব ঠান্ডা রাখতে পারে।' প্রসঙ্গত, পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। আগামী রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে এই দুই দল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/6Aa9bMP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads