'স্বাস্থ্য সচেতন চোর!' শুধু টাকা-গয়না নয়, পলাতক ডাম্বেল নিয়েও https://ift.tt/Nyfn7KL - MAS News bengali

'স্বাস্থ্য সচেতন চোর!' শুধু টাকা-গয়না নয়, পলাতক ডাম্বেল নিয়েও https://ift.tt/Nyfn7KL

এ যেন 'সাস্থ্য সচেতন চোর', চুরি করতে এসে টাকাপয়সার পাশাপাশি নিয়ে গেল ব্যায়াম করার ডাম্বেল। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের পঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার বাঁশড়া গ্রামের ইসিএল খনি আবাসনের দু'টি বাড়ি ও সংলগ্ন ৪ নম্বর ভুঁইঞা পাড়ার একটি বাড়িতে। বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ইসিএল-এর আবাসনে চুরিজানা গিয়েছে, ইসিএল-এর বাঁশড়া খনি আবাসনের মাঝিপাড়া দুতল্লা আবাসন এলাকার বাসিন্দা পেশায় খনিকর্মী নরেশ মাঝি, কালীপুজো উপলক্ষে গত রবিবার তাঁর দেশের বাড়িতে যান। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই তালা ভেঙে চোরের দল বাড়ির মধ্যে থাকা লোহার আলমারি থেকে নগদ ৩৫ হাজার টাকা, বেশ কিছু সোনা-রুপোর গয়না নিয়ে পালায়। একইসঙ্গে খনিকর্মী মিহির বাউরি ও তাঁর পরিবারের সদস্যদের অনুপস্থিতি সুযোগকে কাজে লাগিয়ে দরজা ভেঙে নগদ প্রায় ১০-১২ হাজার টাকা নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে খুবই আশ্চর্যজনকভাবে রক্ষা পায় কাপড় জামার আড়ালে থাকা বেশকিছু সোনার গয়না।ডাম্বেল নিয়ে পলাতকঅন্যদিকে সংলগ্ন ৪ নম্বর ভুঁইঞা পাড়ার বাসিন্দা বেবি দাসের বাড়িতেও চলে লুঠপাট। সেই সময় বেবি দাসের বাড়িও ফাঁকা ছিল বলে জানা যাচ্ছে। অভিযোগ, চোরেরা মাটির ভাঁড়ে থাকা তিন-চার হাজার টাকা ও ব্যায়াম করার একটি ডাম্বেল নিয়ে চম্পট দিয়েছে। গোটা বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।স্থানীয় পঞ্চায়েত প্রধান যা বলছেন... এই বিষয়ে পঞ্চায়েত প্রধান সঞ্জয় হেমব্রম বলেন, 'চোরেরা হয়তো স্বাস্থ্য সচেতন, তাই অন্যান্য সামগ্রীর সঙ্গে ডাম্বেলও চুরি করে নিয়ে গিয়েছে। তবে এই ঘটনা কখনওই মেনে নেওয়া যায় না।' ঘটনায় পুলিশ প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। পরামর্শ দিচ্ছে পুলিশঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। একইসঙ্গে কখনও সম্পূর্ণ বাড়ি ফাঁকা করে, অর্থাৎ পরিবারের সকল সদস্যকে একসঙ্গে বাইরে না যাওয়ার পরামর্শই দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আর যদি একান্তই সবাইকে একসঙ্গে যেতে হয়, তাহলে সদর দরজার ব্যবহার করতে হবে দামি ও মজবুত তালা। একইসঙ্গে বাড়ি যে ফাঁকা থাকছে, সেটা প্রতিবেশীদের জানিয়ে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে, দ্রুত দোষীদের গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হোক, এমনটাই চাইছেন ওই ৩ পরিবারের সদস্যরা।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/sqx8PJ7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads