জোড়া জরায়ুতে টুইন বেবি! বিরল অন্তঃসত্ত্বার প্রসব ঘিরে তুঙ্গে জল্পনা https://ift.tt/D9WkG6E - MAS News bengali

জোড়া জরায়ুতে টুইন বেবি! বিরল অন্তঃসত্ত্বার প্রসব ঘিরে তুঙ্গে জল্পনা https://ift.tt/D9WkG6E

এক সঙ্গে জোড়া শিশুর জন্ম দিতে চলেছেন তিনি। অথচ তাদের যমজ বলার উপায় নেই। মাতৃগর্ভে সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় রয়েছে তারা। যা দেখে রীতিমতো চোখ কপালে তুলেছেন চিকিৎসকরা। এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ্য় করেছেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার বাসিন্দা কেলসি হ্যাচার। স্বামী ক্যালেব ও তিন সন্তান নিয়ে তাঁর সুখের সংসার। গত বসন্তে ফের গর্ভবতী হন তিনি। এর পর চিকিৎসকের পরামর্শ মতো আল্ট্রা সোনোগ্রাফি করেন কেলসি। সেই রিপোর্টেই জানা যায়, তাঁর দেহে একটি নয় জরায়ুর সংখ্যা দুই। আর দু'জায়গাতেই বড় হচ্ছে সন্তান। অন্তঃসত্ত্বা কেলসির দেহে জোড়া জরায়ুর হদিশ মিলতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্য়মে প্রকাশিত হয় সেই খবর। তাঁর চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত শ্বেতা প্যাটেল জানিয়েছেন, 'এরকম ঘটনা দেখা যায় না বললেই চলে। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি হয়তো গোটা জীবন অপেক্ষা করে থাকবেন। তার পরও এমন কোনও গর্ভবতীর সন্ধান যে পাবেন এমনটা নয়।' অন্যদিকে কেলসির সন্তানের জন্ম দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-অধ্যাপক রিচার্ড ডেভিস। তাঁর দাবি, বিশ্বের মাত্র এক শতাংশ মহিলার দু'টি করে জরায়ু রয়েছে। কিন্তু তাঁদের ক্ষেত্রে যমজ সন্তানের জন্ম দেওয়ার প্রবণতা বা সম্ভাবনা খুব কম।'এই ধরনের ঘটনায় অন্তঃসত্ত্বা মহিলার প্রসবের চ্য়ালেঞ্জ মারাত্মক। কারণ একে ঠিক যমজ সন্তান বলা যাবে না। আবার এক সঙ্গেই দু'শিশুর জন্ম হবে। অনেক সময় সেই চাপ সহ্য় করতে না পেরে গর্ভীবতী মহিলার মৃত্যু পর্যন্ত হয়। আবার প্রসবের সময় গর্ভে থাকা সন্তানেরও মারাত্মক ক্ষতি হতে পারে।' জানিয়েছেন আলাবামা বিশ্ববিদ্য়ালয়ের চিকিৎসক-অধ্যাপক ডেভিস। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এক্ষেত্রে একসঙ্গে দু'টি সন্তানের জন্ম না দেওয়াই ভালো। সেক্ষেত্রে একটি শিশুর জন্মের পর কয়েকদিনের ব্যবধানে অপর সন্তানের প্রসবের ব্যবস্থা করতে হবে। কেলসির চিকিৎসক শ্বেতা অবশ্য় বলেছেন, 'বিজ্ঞানের পরিভাষায় হয়তো একে যমজ বলা যাবে না। কিন্তু আমার কাছে তারা যমজ শিশুই।' চলতি বছরের বড়দিনের সময় কেলসি প্রসব করবেন বলে জানিয়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে একেবারেই হেলদোল নেই ওই মার্কিনি মহিলার। মাতৃত্ব উপভোগ করতে মুখিয়ে আছেন তিনি। 'আগেও মা হয়েছি। কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমার সন্তান প্রসবের দিকে তাকিয়ে আছে গোটা চিকিৎসক মহল। সকলেই আলাদা করে আমার খোঁজ নিচ্ছেন, খেয়াল রাখছেন। এটা একটা বিরল অভিজ্ঞতা।' জানিয়েছেন কেলসি। প্রসবের দিন চিকিৎসকদের একটি অতিরিক্ত টিমকে স্ট্যান্ড বাই রাখা হবে বলে হাসপাতাল সূত্রে মিলেছে খবর।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/9iXbnaZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads