সৌরভের দুঃসময়ের 'সাহারা', মহারাজকে প্রাপ্য সম্মান দিয়েছিলেন সুব্রত রায় https://ift.tt/NIErAy8 - MAS News bengali

সৌরভের দুঃসময়ের 'সাহারা', মহারাজকে প্রাপ্য সম্মান দিয়েছিলেন সুব্রত রায় https://ift.tt/NIErAy8

ভারতীয় ক্রিকেট দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। একটা সময় গোটা দল যখন গড়াপেটার কালো আঁধারে ডুবতে বসেছিল, সেইসময় সৌরভের নেতৃত্বেই ফের একবার টিম ইন্ডিয়ার ভাবমূর্তি স্বচ্ছ্ব হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তো তাঁর প্রত্যেবর্তনের কাহিনী আজ ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটা আলাদা অধ্যায় হয়ে গিয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল টুর্নামেন্টেও তাঁর ফিরে আসার গল্প সকলকেই অনুপ্রাণিত করে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে ঊষালগ্ন থেকে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছিলেন সৌরভ। কিন্তু, তিনটে মরশুম পরেই কেকেআর ব্রিগেডের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে এবং শেষপর্যন্ত দল থেকে বাদ পড়তে হয়। ঠিক সেইসময় মহারাজের পাশে দাঁড়িয়েছিলেন 'সাহারাশ্রী' সুব্রত রায়।সালটা ছিল ২০১২। সাহারা পুনে ওয়ারিয়র্সের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলের অধিনায়ক তথা মেন্টর হিসেবে নিয়োগ করা হবে। সেই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিদ পাঁচ বছরে পা দিয়েছে। ওই বছর মার্চ মাসে সাহারা ইন্ডিয়া পরিবারের সভাপতি সুব্রত রায় ঘোষণা করেছিলেন, 'আমরা গর্বের সঙ্গে একথা ঘোষণা করছি যে ভারতীয় ক্রিকেট দলের সবথেকে সফল অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইপিএল টুর্নামেন্টের পঞ্চম মরশুমে দলের অধিনায়ক তথা মেন্টর হিসেবে নিয়োগ করা হচ্ছে।' নিজেকে প্রমাণ করার জন্য সৌরভের কাছে এর থেকে বড় মঞ্চ আর কিছুই হতে পারত না। ফলে সৌরভের দুঃসময়ের 'সাহারা' যে তিনিই হয়েছিলেন, তা একপ্রকার বলা যেতেই পারে।তবে সময় যত এগিয়েছিল, এই মধুর সম্পর্ক ততই তিক্ততায় পরিণত হয়েছিল। শোনা যায়, সুব্রত রায়ের অঙ্গুলিহেলনেই সৌরভকে নাকি দল থেকে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছিল। সেইসময় সুব্রত রায় বিবৃতি দিয়েছিলেন যে দলের তরুণ ক্রিকেটারদের এগিয়ে দেওয়ার জন্য সৌরভই নাকি মরশুমের শেষ তিনটে ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসতে চেয়েছিলেন। প্রসঙ্গত, ওই মরশুমে পুনে ১৩টি ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই হেরে যায়। এরপর সৌরভ বিবৃতি দেন, 'আমি এই দলের অধিনায়ক হতে চাইনি। ওরাই জোর করে আমাকে এই পদে বসিয়েছিল। তবে এবার আমি তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাই।'


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/KxvVbYZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads