বিশ্বকাপ ফাইনাল হেরে কোথায় লুকিয়ে রোহিত? ফাঁস করল ছোট্ট সামাইরা https://ift.tt/eZzOvYw - MAS News bengali

বিশ্বকাপ ফাইনাল হেরে কোথায় লুকিয়ে রোহিত? ফাঁস করল ছোট্ট সামাইরা https://ift.tt/eZzOvYw

বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখন দগদগে। ঘরের মাঠে ট্রফি হাতছাড়া হওয়ার আক্ষেপ এখনও কাটিয়ে উঠতে পারেননি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। খেলা শেষে মাঠেই কেঁদে ফেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এখন কেমন আছেন তিনি? সংবাদমাধ্যমের কাছে তা ফাঁস করলেন তাঁর ছোট্ট মেয়ে সামাইরা। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে সামাইরাকে তাঁর ঋতিকা সাজদের সঙ্গে একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। তখনই এক সাংবাদিকের মুখোমুখি পড়েন তাঁরা। রোহিত সম্পর্কে প্রশ্ন শুনে তা এড়িয়ে যা ঋতিকা। সামাইরা কিন্তু দাঁড়িয়ে পড়ে সমস্ত প্রশ্নের সোজা সাপ্টা জবাব দিয়েছে। সংবাদমাধ্যমের ওই কর্মী সামাইরাকে জিজ্ঞাসা করেন, 'তোমার বাবা এখন কোথায়?' রোহিত কন্যার সোজা জবাব ছিল, 'বাবা ঘরেই আছে। মন শক্ত করে রেখেছে। এক মাস পরে হাসবে।' এর পরই মা-র দিকে এগিয়ে যায় সে।বিশ্বকাপের প্রায় একমাস বাড়ির বাইরে ছিলেন হিটম্যান। মেয়ে বরাবরই তাঁর খুব আদরের। এর আগে সামাইরার কোলে মাথা রেখে শান্তি খোঁজার ছবি সোশাল মিডিয়ায় করেছিলেন তিনি। এহেন রোহিত ফাইনাল হেরে বাড়ি ফেরার পর যে আর আগের মতো নেই, তা বুঝতে এতোটুকু অসুবিধা হয়নি ছোট্ট সামাইরার। উল্লেখ্য বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছুদিনের জন্য বিশ্রামে গিয়েছেন রোহিত। এর মধ্যেই আগামী বছরের IPL নিয়ে তাঁকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, ২০২৪-এ হিটম্যানকে আর টিমে রাখতে চাইছে না মুম্বই ইন্ডিয়ান্স। সেক্ষেত্রে গুজরাট টাইটান্সে যোগ দিতে পারেন তিনি। শুধু তাই নয়, নতুন দলের ক্য়াপ্টেনের গুরু দায়িত্ব কাঁধে আসতে পারে না। গত দু'বছর ধরে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেনসি করছেন হার্দিক পান্ডিয়া। এর মধ্যে একবার ট্রফি জিতলেও এবছর ফাইনালে উঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যান তিনি। ২০২৪-এ গুজরাট ছেড়ে মুম্বইতে যোগ দিতে পারেন তিনি। নীতা আম্বানির টিমের ক্যাপ্টেন করা হতে পারে তাঁকে। যদিও এই নিয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। অন্যদিকে আবার রোহিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি-২০ বিশ্বকাপে হিটম্যানকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছেন তিনি। শুধু তাই নয়, সেই টিনে বিরাট কোহলিকে রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন তিনি।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/U349MgQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads