ভারতের সাফল্যে 'বিরাট' প্রশংসা, বাদ মহম্মদ সামি! যোগীর শুভেচ্ছায় বিতর্ক https://ift.tt/EL2GBD0 - MAS News bengali

ভারতের সাফল্যে 'বিরাট' প্রশংসা, বাদ মহম্মদ সামি! যোগীর শুভেচ্ছায় বিতর্ক https://ift.tt/EL2GBD0

চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল ফাইনালে পৌঁছে গিয়েছে। বুধবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে নিউ জিল্যান্ড ৭০ রানে ভারতের কাছে হেরে যায়। এই জয়লাভের পরই গোটা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সকলেই ভারতীয় ক্রিকেট দলকে ফাইনালে ওঠার জন্য অভিনন্দনও জানাচ্ছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তবে তাঁর শুভেচ্ছাবার্তায় শুধুমাত্র বিরাট কোহলির নামই উল্লেখ করেছেন। সেখানে মহম্মদ সামিকে কোনও জায়গাই দেননি তিনি। লিখেছেন, 'এটা ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের 'বিরাট' বিজয়ের জন্য দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানাই! এই অসাধারণ জয়ের জন্য আমি ভারতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই! ফাইনাল ম্যাচের জন্য অসংখ্য শুভকামনা রইল। জয় হিন্দ।' তবে সমর্থকদের একাংশ বলছেন, যোগী যেহেতু গোটা ক্রিকেট দলকেই অভিনন্দন জানিয়েছেন, তার মধ্যেই রয়েছেন। সেকারণেই তাঁকে আর আলাদা করে কোনও শুভেচ্ছা জানাননি তিনি।এরপর বিরাট কোহলির ছবি পোস্ট করে আরও একটি টুইট করেন। লেখেন, 'বিরাট কীর্তি! বিশ্ব বিখ্যাত ক্রিকেটার @imVkohli-কে আমি একদিনের ক্রিকেটে ৫০তম শতরানের রেকর্ড গড়ার জন্য হার্দিক অভিনন্দন জানাচ্ছি। বিরাট তাঁর এতদিনের পরিশ্রম, শৃঙ্খলা এবং জেদের ফসল পেয়েছেন। এই রেকর্ড ভারতকে অবশ্যই গৌরবান্বিত করবে। আরও অনেক রেকর্ড এবং স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। জয় হিন্দ।'যোগীর টুইটে মহম্মদ সামির নাম দেখতে না পেয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও রীতিমতো রেগে গিয়েছেন। আমন যদুবংশী নামে একজন নেটিজেন লিখেছেন, 'মহম্মদ সামি ভারতের অন্যতম মহান ক্রিকেটার। আজ ভারতের কাছে এই ম্যাচে জয়লাভ খুব একটা সহজ ছিল না। ভারতের কাছে মহম্মদ সামি না থাকলে নিউ জিল্যান্ড অনায়াসেই এই টার্গেট হাসিল করতে পারত। কিউয়ি ব্যাটারদের কাছে একমাত্র মহম্মদ সামির সিম এবং সুইংয়েরই কোনও জবাব ছিল না। সামি যখন দৌড়তে শুরু করে, তখন ওকে শোয়েব আখতারের মতোই আক্রমণাত্মক বলে মনে হয়। আর কোনও স্লেজিংও করে না।'অন্যদিকে আবার নীতেশ শুক্লা গর্গবংশম নামে একজন নেটিজেন লিখেছেন, 'মুখ্যমন্ত্রী মহাশয় এই মানুষটার নামও তো লিখুন!!! ৭ উইকেট শিকার করে টিম ইন্ডিয়াকে জিতিয়েছে।' ফলে গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই যে যথেষ্ট জলঘোলা হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্যাচের শেষে অবশ্য মহম্মদ সামির হাতেই সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/ksO2DJW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads