দক্ষিণী ঘূর্ণাবর্তে ফের ছেদ শীতের আমেজে, কী বলছেন আবহবিদরা? https://ift.tt/6EI0RPj - MAS News bengali

দক্ষিণী ঘূর্ণাবর্তে ফের ছেদ শীতের আমেজে, কী বলছেন আবহবিদরা? https://ift.tt/6EI0RPj

এই সময়: সোমবার ২০.৮ ডিগ্রি থেকে মঙ্গলবার ২২.২ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গেল প্রায় দেড় ডিগ্রি। সোমবার সকালে শীতের যেটুকু আমেজ ছিল, সেটা রাতারাতি উধাও। তা হলে কি কলকাতা ও দক্ষিণবঙ্গের সংলগ্ন এলাকা থেকে মুখ ফেরানোর তোড়জোড় করছে শীত? না, এমন সম্ভাবনা দেখছেন না আবহবিদরা। বাংলাজুড়ে অতি জনপ্রিয় ক্রিমের বিজ্ঞাপনী ভাষার মতোই 'জীবনের নানা ওঠাপড়া'র সঙ্গে তাপমাত্রার এমন ওঠা-পড়ারও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। রাতারাতি কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়া প্রসঙ্গে আবহাওয়াবিশারদ রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, 'অন্ধ্রপ্রদেশ উপকূলে বিশাখাপত্তনমের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই দেশের পূর্ব উপকূল বরাবর মেঘের একটা পাতলা আস্তরণ তৈরি হয়েছে। এই কারণেই মঙ্গলবার সকালে কলকাতা ও আশপাশের এলাকা মেঘাচ্ছন্ন ছিল।' তিনি জানাচ্ছেন, আজ বুধবার বিকেল নাগাদ মেঘ কাটতে শুরু করবে। শুক্রবার থেকে নতুন করে তাপমাত্রা কমবে।তবে, নভেম্বরের শেষ দিক হলেও তাপমাত্রা কমাটা নিরবচ্ছিন্ন হবে না বলেই মনে করছেন আবহবিদরা। তাঁরা জানাচ্ছেন, নভেম্বরের একেবারে শেষ দিক বা ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে আরও এক বার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। শেষ পর্যন্ত ওই নিম্নচাপটি তৈরি হলে'জমিয়ে' শীতের যে অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গ, সেটা আসতে ডিসেম্বরের ৯-১০ তারিখ হয়ে যাবে।তবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের আবহে ছেদ পড়েনি। মঙ্গলবার সকালে পুরুলিয়ার তাপমাত্রা নেমে যায় ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া (১৬.৭), শ্রীনিকেতন (১৭.৪), আসানসোল (১৭.৬), বর্ধমান (১৮) ও পানাগড়েও (১৮.১) পুরোদস্তুর বহাল রয়েছে। সপ্তাহের শেষ দিকে এই অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ারও সম্ভাবনা।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/RQA3qvS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads