ঠিক আছি, ১০ দিনের মাথায় সুড়ঙ্গে আটক কর্মীদের ভিডিয়ো প্রকাশ্যে https://ift.tt/GL7NBhp - MAS News bengali

ঠিক আছি, ১০ দিনের মাথায় সুড়ঙ্গে আটক কর্মীদের ভিডিয়ো প্রকাশ্যে https://ift.tt/GL7NBhp

উত্তরকাশী: অবশেষে দেখা গেল তাঁদের। মঙ্গলবার সকালে সুড়ঙ্গের ভিতর আটকে থাকা ৪১ জন নির্মাণকর্মীকে দেখা গেল একটি ভিডিয়োয়। যে ৬ ইঞ্চি পাইপ দিয়ে কয়েক দিন ধরে খাবার পাঠানো হয়েছে, সেই পাইপ দিয়েই এন্ডোস্কপি করার একটি ক্যামেরা ওই সুড়ঙ্গের ভিতর পৌঁছে দিতে পেরেছিলেন উদ্ধারকারীরা। সেই ক্যামেরাতেই দেখা গেল ছবি ও ভিডিয়ো। বাইরে থেকে উদ্ধারকারীরা বলতে থাকেন, 'আপনারা ভয় পাবেন না। আমরা খুব শিগগির আপনাদের কাছে পৌঁছে যাব। আর একটু অপেক্ষা।' তাঁদেরকে এ-ও বলতে শোনা যায়, 'ক্যামেরার কাছে মুখ এনে কথা বলুন। আপনাদের বাড়ির লোকেরা তা দেখতে পাবেন। আপনাদের দেখতে পাবেন।' সেই সময়েই সুড়ঙ্গে আটকে থাকা বাংলার জয়দেব বলেন, 'মা, আমি ঠিক আছি...। সময়ে খেয়ে নেবে।' আটকে পড়ার ১০ দিনের মাথায় এই প্রথম সকলকে দেখা গেল। ওই ভিডিয়োয় দেখা গেছে শ্রমিকদের হাতে রয়েছে ফল। সোমবার বোতলে ভরে পৌঁছে দেওয়া হয়েছে খিঁচুড়িও।এখন সব মহলেই প্রশ্ন উঠেছে, কেন এত সময় লাগছে? সে কথা ব্যাখ্যা করে বললেন 'ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির' লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। তাঁর কথায়, 'নতুন করে ফাইভ-পয়েন্ট রেসকিউ প্ল্যান তৈরি করা হয়েছে। ওঁরা ৬০ মিটার গভীরে আটকে আছেন। এখনও পর্যন্ত ২৪ মিটার খোঁড়া সম্ভব হয়েছে। এই উদ্ধারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হচ্ছে। খুব চ্যালেঞ্জিং। তবে ওঁদের প্রত্যেককে সুস্থ শরীরে উদ্ধার করতে হবে। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু তাড়াহুড়ো করতে গেলে বিপদ ঘটতে পারে।' এই উদ্ধারকাজে ডিআরডিও-ও যোগ দিয়েছে। সোমবারই আন্তর্জাতিক টানেলিং এক্সপার্ট আর্নল্ড ডিক্স বলেন, 'পরিস্থিতি সন্তোষজনক। হিসেব মতো এগোতে পারলে সবাই উদ্ধার পাবেন।' বস্তুত তিনিই এখন পুরো রেসকিউ টিমের নেতৃত্বে।তবে প্রশাসন বারবারই আশ্বস্ত করেছেন, প্রত্যেকে ভালো আছেন। মানসিক ভাবে যাতে ওঁরা বিপর্যস্ত হয়ে না পড়েন, তাই অনেকের বাডি়র লোকেদের নিয়ে আসা হয়েছে। পাইপের মাধ্যমে তাঁদের কথা বলানো হচ্ছে। এ দিকে, মঙ্গলবার উত্তরাখণ্ড হাইকোর্টের তরফ থেকে শ্রমিকদের উদ্ধারকাজের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে৷ আদালত জানতে চেয়েছে, এই শ্রমিকদের উদ্ধারকাজের জন্য ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে৷ দেরাদুনের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতে মামলা রুজু করে, তার প্রেক্ষিতেই আদালত এই বিষয়টি জানতে চেয়েছে৷ এর পাশাপাশি, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে বলেছে, অকারণে চাঞ্চল্য ছড়াবেন না। মঙ্গলবারই প্রথমবার প্রকাশ্যে এসেছে সুড়ঙ্গের ভিতর আটকে থাকা শ্রমিকদের, তাঁদের মুখে স্বাভাবিক ভাবেই অনিশ্চিয়তার ছাপ। এর পরেই মিডিয়াকে, বিশেষত টিভি চ্যানেলগুলিকে সতর্ক করেছে মন্ত্রক। বলা হয়েছে, টিভি চ্যানেলগুলিকে নিশ্চিত করতে হবে, তাদের ক্যামেরা, সাংবাদিকরা যেন কোনওভাবেই উদ্ধারকাজকে ব্যাহত না করেন।তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, '৪১ জন শ্রমিককে উদ্ধারে একাধিক দল কাজ করছে সুড়ঙ্গের ভিতরে। সেখানে ক্যামেরা লাগিয়ে ছবির তোলার চেষ্টা বিপজ্জনক হতে পারে। ভিড় বাড়লে ব্যাহত হতে পারে উদ্ধারকাজও।' টিভি চ্যানেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সংবেদনশীল বিষয় নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতা অবভাবাঘাতে লম্বনের জন্য। এমনকী এ-ও বলা হয়েছে, শ্রমিকদের পরিবারের মানসিক অবস্থার কথা মাথায় রেখে ছবি, ভিডিয়ো এবং হেডলাইন করা বাঞ্ছনীয়। কোনওভাবেই যেন তাঁদের মধ্য কোনও আতঙ্ক সৃষ্টি না হয়।মিডিয়ার রাশ টানায় আবার এই প্রশ্নও উঠেছে, পাঁচ রাজ্যের বিধানসভা ভোট চলছে। নতুন বছরে লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে যাবে। সে কথা মাথায় রেখেই কি সুড়ঙ্গ দুর্ঘটনার সংবাদ পরিবেশনে রাশ টানতে চাইছে মোদী সরকার, বিশেষত বিদেশি বিশেষজ্ঞকে শেষ পর্যন্ত ডাকতে বাধ্য হওয়ায়?


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/8Iqorzt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads