বন্দি বিনিময় শর্তে ৪ দিনের যুদ্ধবিরতি, গাজ়ায় চুক্তি https://ift.tt/kLC4mHp - MAS News bengali

বন্দি বিনিময় শর্তে ৪ দিনের যুদ্ধবিরতি, গাজ়ায় চুক্তি https://ift.tt/kLC4mHp

এই সময়: অবশেষে এল সেই 'গুড নিউজ়'। বন্দিমুক্তির বিনিময়ে গাজ়ায় আপাতত ৪ দিনের জন্য মানবিক সংঘর্ষবিরতিতে রাজি ইজ়রায়েল ও হামাস। সপ্তাহখানেক ধরে চুক্তির শর্ত নিয়ে টানাপড়েন চলছিল। হামাস বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে- এমন একটা আশঙ্কার কথা বলে ইজ়রায়েলের ওয়ার ক্যাবিনেট থেকে ব্যাপক বাধা আসছিল বলে সূত্রের খবর। রাতভর অবশ্য সেই ক্যাবিনেটের সঙ্গেই বৈঠকের পরে বুধবার চুক্তি সই করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। সাফ বললেন, 'কঠিন হলেও এই মুহূর্তে এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।'তার আগে অবশ্য রাতভর গাজ়ার একাধিক হাসপাতাল, উদ্বাস্তু শিবির ও স্কুলে হামলা চালিয়ে আরও ১০০ প্যালেস্তিনীয়কে মেরে ফেলেছে তাঁর ডিফেন্স ফোর্স। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ তাই সংঘর্ষবিরতির 'গুড নিউজ়'-এর মধ্যেও বিপদের গন্ধ পাচ্ছেন। তাঁদের আশঙ্কা, চারটে দিন কোনও ভাবে কাটিয়ে দিয়েই গাজ়ায় আরও বড় অপারেশনে নামবে ইজ়রায়েল। নেতানিয়াহু নিজেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন, 'এটা সাময়িক বিরতি। যুদ্ধ বন্ধের কোনও প্রশ্নই উঠছে না। সব পণবন্দির মুক্তি এবং হামাসকে নিশ্চিহ্ন না-করা পর্যন্ত গাজ়ায় জারি থাকবে আমাদের অভিযান। আমরা এর শেষ দেখেই ছাড়ব।'তবু চার দিনের এই চুক্তি 'মন্দের ভালো' বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, পণবন্দি ছাড়ার কথা বলে সংঘর্ষবিরতির প্রস্তাবটা আদতে ছিল হামাসের। যার উপর ভিত্তি করে চুক্তির টেবিলে বিবদমান দু'পক্ষকে এনে বাজিমাত করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ মুহূর্তে অবশ্য মিডিয়েটর হিসেবে আমেরিকাকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল কাতার। রীতিমতো বিবৃতি দিয়ে তারা জানাল-কবে থেকে সংঘর্ষবিরতি, ২৪ ঘণ্টার মধ্যেই তা ঘোষণা করা হবে। বন্দি বিনিময়ের পাশাপাশি সংঘর্ষবিরতির এই চার দিন গাজ়ায় ত্রাণ সরবরাহের পরিমাণও অনেকখানি বাড়বে বলে আশা কাতারের।সূত্রের খবর- চুক্তির শর্ত হিসেবে, প্রাথমিক ভাবে ৫০ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইজ়রায়েলও তাদের জেল থেকে ১৫০ জন প্যালেস্তিনীয় শিশু-মহিলাকে ছাড়বে বলে দাবি হামাসের। যুদ্ধবিরতি জারি হওয়ার পর থেকে অন্তত চার দিন উত্তর থেকে দক্ষিণ গাজ়ায় যাওয়ার সালাহ আল-দিন রোড খুলবে ইজ়রায়েল। বন্ধ থাকবে মিলিটারি মুভমেন্টও। তবে সব ঠিক থাকলে যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়তে পারে বলে দাবি কাতারের।গত ৭ অক্টোবর ইজ়রায়েলের বিরুদ্ধে আচমকা যুদ্ধ ঘোষণা করেছিল হামাস। ইজ়রায়েলে ঢুকে তারা অন্তত ২৪০ জনকে পণবন্দি করে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ। হামাসের ডেরায় বেশ কয়েকজন বিদেশি পণবন্দিও রয়েছেন বলে দাবি ইজ়রায়েলের। মানবতার খাতিরে কয়েক জন পণবন্দিকে ছাড়লেও হামাস বেশ কয়েক জনকে নির্মম ভাবে মেরে ফেলেছে বলেও খবর। স্বভাবতই এর জেরে হামাসের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছিল। আবার হামাস-নিধনের নামে ইজ়রায়েলের সেনাও গাজ়ায় গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ। হাসপাতাল, স্কুল থেকে শুরু করে উদ্বাস্তু শিবির- রোজই হামলার ঝাঁজ বাড়াচ্ছে ইজ়রায়েল। দেড় মাসেরও বেশি সময় ধরে গাজ়ায় সব সাপ্লাইও বন্ধ করে রেখেছে তারা।গোড়ায় হামাসের নিন্দা করে বিশ্বের একটা বড় অংশ ইজ়রায়েলের পাশে দাঁড়িয়েছিল। তবে যুদ্ধের জেরে কয়েক হাজার শিশুমৃত্যু কিংবা হাসপাতালে গণকবর দেখার পর থেকেই বেসুরো অনেকে। লাগাতার যুদ্ধবিরতির দাবি তুলছিল রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো বহু আন্তর্জাতিক সংগঠন। দেশে-দেশে প্রতিবাদ মিছিল হয়। গাজ়ার মৃত্যুমিছিল নিয়ে সম্প্রতি ভারতও উদ্বেগ প্রকাশ করে। অবশেষে মিলল আপাত স্বস্তির দিশা। শিগ্‌গিরই 'গুড নিউজ' দেবেন বলে মঙ্গলবার মিডিয়াকে জানিয়েছিলেন নেতানিয়াহু। একই কথা শোনা গিয়েছিল হামাস-চিফ ইসমাইল হানিয়ের মুখেও। ঠিক যেমনটা তার আগের দিন বলেছিলেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন! মাঝে আবার আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়ে গিয়েছে বলেও খবর করেছিল ইউএসের একটি দৈনিক। বলা হয়েছিল, ৫ দিন যুদ্ধবিরতির মধ্যে রোজ ৫০ জন করে পণবন্দিকে ছাড়বে হামাস। সেই খবর না-মিললেও, আপাতত চার দিনের সংঘর্ষবিরতিকেই 'জ়িন্দেগি' ধরে নিয়ে আশায় বুক বাঁধছে গাজ়া। তারপর? ওয়ার্নিং কিন্তু দিয়েই রেখেছে ইজ়রায়েল।


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/AVr7w2h
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads