১১ বছর পর অহমেদাবাদে পাকিস্তান, মহাযুদ্ধের অপেক্ষায় টিম ইন্ডিয়া https://ift.tt/yUgEDbq - MAS News bengali

১১ বছর পর অহমেদাবাদে পাকিস্তান, মহাযুদ্ধের অপেক্ষায় টিম ইন্ডিয়া https://ift.tt/yUgEDbq

চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপ ইতিমধ্যেই বেশ জমে গিয়েছে। তবে এই টুর্নামেন্টে যে ম্যাচের জন্য গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষা করে রয়েছে, তা আগামী শনিবার আয়োজন করা হবে। বাংলায় মহালয়ার দিনই (১৪ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আর এই ম্যাচে অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই স্টেডিয়ামে প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই এই হাইভোল্টেজ ম্যাচ খেলার জন্য অহমেদাবাদ পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, 'মেন ইন গ্রিন' ব্রিগেড ১১ বছর পর এখানে খেলতে এসেছে। ২০১২ সালে তারা শেষবার মোতেরা স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল।আগামী শনিবার ভারত এবং পাকিস্তান চলতি বিশ্বকাপে তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। দুটো দলই ইতিমধ্যে এই টুর্নামেন্টে প্রথম দুটো ম্যাচ জিতে নিয়েছে। পাকিস্তান প্রথমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮১ রানে জিতেছিল। তারপর তারা মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে জয়লাভ করেছে। অন্যদিকে, ভারত প্রথম ম্যাচে (৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে জয়লাভ করেছিল। আর বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ১৩১ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। এই নিয়ে বিশ্বকাপ টুর্নামেন্টে রোহিতের ঝুলিতে মোট সাতটি শতরান চলে এসেছে। আর এই পরিসংখ্যানে তিনি শীর্ষস্থান দখল করেছেন। সবথেকে বড় কথা, পাকিস্তান ম্যাচের আগে রোহিত এই কামব্যাক বিপক্ষ দলের অস্বস্তি যে বাড়াবে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।অন্যদিকে কম যায় না পাকিস্তানও। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা ৩৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৮.২ ওভারেই জয়লাভ করেছে। বিশ্বকাপ ইতিহাসে রান তাড়া করে এটাই সবথেকে বড় ব্যবধানে জয়। দলের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং ওপেনার আবদুল্লাহ শফিক ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োইতিপূর্বে চলতি বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচট অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজ করা হয়েছিল। এই ম্যাচটি গতবারের চ্য়াম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স আপ নিউ জিল্যান্ডের মধ্যে আয়োজন করা হয়েছিল। এবার এই মাঠে ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত, বাবর আজমের নেতৃত্বে ইতিমধ্যেই টিম পাকিস্তান অহমেদাবাদে চলে এসেছে। আর শনিবার দুপুর ২ টো থেকে এই ম্যাচ শুরু হবে।পয়েন্ট টেবিলের শীর্ষে নিউ জিল্যান্ডভারত এবং পাকিস্তান দুটো করে ম্যাচে জয়লাভ করলেও এখনও নিউ জিল্যান্ড পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এই তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। তবে পাকিস্তান এই তালিকায় তৃতীয় স্থানে এসে গিয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/kbXw5Hy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads