বিহারে ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫, লাইনচ্যুত ২১ কামরা https://ift.tt/8GsDwCJ - MAS News bengali

বিহারে ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫, লাইনচ্যুত ২১ কামরা https://ift.tt/8GsDwCJ

ওডিশার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে ঠিক একইভাবে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই স্মৃতি উস্কে উঠল বুধবার রাতের এই ভয়াবহ রেল দুর্ঘটনায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ঘটনায় চার-পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। জোরকদমে চলছে উদ্ধারকাজ। আহতদের চিকিৎসার জন্য উপস্থিত মেডিক্যাল টিম। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাঁদের। একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন এই ঘটনায়। রেলকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।' বক্সারের জেলাশাসক অংশুল আগরওয়াল বলেন, ’এখনও পর্যন্ত আমাদের কাছে চার থেকে পাঁচজন যাত্রীর মৃত্যুর খবর এসেছে।’ বক্সারের এসপি মণীশ কুমার বলেন, ’লাইনচ্যুত কামরাগুলিতে কেউ আটকে নেই। ২৫-৩০ জন আহত যাত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালেই একজনের মৃত্যু হয়।’ এরপরই তাঁর সংযোজন, ’লাইনচ্যুত হওয়া নর্থ ইস্ট এক্সপ্রেসের একটা কামরায় এখনও পর্যন্ত ঢোকা সম্ভব হয়নি। আমরা দ্রুত সেটিতে উদ্ধারকাজ চালানোর চেষ্টা করছি।’ এই কামরায় কোনও যাত্রী আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে রেল এবং স্থানীয় প্রশাসন। NDRF, SDRF, রেলের আধিকারিকরা, জেলা প্রশাসনের কর্মীরা এবং স্থানীয় মানুষজন এই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ওয়ার রুম ফুটিং। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুতই উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হলেই রেললাইন পুনরুদ্ধার শুরু হবে।’ পূর্ব মধ্য রেলের জেনারেল ম্যানেজার তরুণ প্রকাশ বলেন, 'এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির মোট ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। আমাদের এই মুহূর্তে লক্ষ্য আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্য়া করা। বাকি যাত্রীদের গন্তব্যে সঠিকভাবে পৌঁছে দেওয়া। কী ভাবে এই ট্রেন দুর্ঘটনাগ্রস্ত হল, তা খতিয়ে দেখা হচ্ছে।' রেল দুর্ঘটনার আরও খবর জানতে নীচের কিউ আর কোড স্ক্যান করুন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/0n7ShXD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads