দুর্ঘটনায় গুরুতর চোট! ৫০০০ খসিয়ে অ্যাম্বুল্যান্সে চেপে হাসপাতালে কেউটে https://ift.tt/wu8jIXO - MAS News bengali

দুর্ঘটনায় গুরুতর চোট! ৫০০০ খসিয়ে অ্যাম্বুল্যান্সে চেপে হাসপাতালে কেউটে https://ift.tt/wu8jIXO

লোহার পাতে ধাক্কা লেগে জখম হয়েছিল সে। তড়িঘড়ি তাকে নিয়ে অ্য়াম্বুল্যান্সে করে হাসপাতালে ছুটলেন মানুষজন। ভাবছেন এ আর এমন কী? কেউ জখম হলে তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটাই নিয়ম। ইনি অবশ্য মানুষ নন, আস্ত বাঘা সাইজের কেউটে সাপ। আর সেই কেউটে জখম হতেই ব্য়তিব্যস্ত হয়ে পড়েন পশুপ্রেমীরা। তড়িঘড়ি রীতিমতো অ্যাম্বুল্যান্স ভাড়া করে কেউটেটিকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এক হাসপাতালে। শনিবার উত্তর প্রদেশের বুদাউনে একটি হার্ডওয়ারের দোকানের সামনে পাতের ধাক্কায় জখম হয় কেউটে সাপটি। কিন্তু বুদাউনে বা তার আশপাশের এলাকাতে সাপের চিকিৎসার তেমন কোনও ব্যবস্থা নেই। অতঃপর সাপটিকে দিল্লির বন্যপ্রাণী SOS সেন্টারের পাঠানোর হয়, জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অশোক কুমার। ওই বনকর্তা জানিয়েছেন, পিএফএ-এর সদস্যরা (People for Animals) আহত কেউটে সাপটিকে SOS সেন্টারে নিয়ে আসেন। হার্ডওয়্য়ারের দোকানের সামনে পড়ে থাকা একটি লোহার পাতের খাঁজে শুয়ে ছিল সাপটি। । হঠাৎই তাঁর নজরে পড়ে পাতের খাঁজে শুয়ে রয়েছে সাপটি। আচমকা এ দৃশ্য দেখে ভয় পেয়ে হাত থেকে ফেলে দেন লোহার পাতটি। আর এর ফলেই জখম হয় সাপটি। ভিকেন্দ্র শর্মা নামে এক পশুপ্রেমী ও পিএফএ-এর জেলা প্রেসিডেন্ট জানিয়েছেন, এই খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন তিনি। বিষয়টির কথা কানে তোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ মানেকা গান্ধীর কানে। । ভিকেন্দ্র জানিয়েছেন, ৫০০০ টাকা খরচ করে ভলান্টিয়াররা কেউটে সাপটিকে দিল্লির বেসরকারি হাসপাতালে পাঠান। কেউটে সাপটি সুস্থ হলে এটিকে বনে ছেড়ে দেওয়া হবে।প্রসঙ্গত, ক'দিন আগে চোখের সামনে বাড়ির মধ্যে দুই সাপের দক্ষযজ্ঞে ছড়ায় ব্যাপক আতঙ্ক। বিষাক্ত সাপের সঙ্গে আরেক সাপের লড়াই দেখে ভয় পেয়ে যায় বাড়ির বাসিন্দারা। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চন্ডীতলা এলাকায়। বিরল প্রজাতির সাদা বর্নের কালাচ সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় রাজু লোহার নামের এক ব্যক্তির বাড়ির শৌচালয় থেকে এই সাদা কালাচ সাপটি রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংস্থা উদ্ধার করে।উদ্ধারের সময় সাপটি একটি ঘরচিতি সাপকে ধরে খাচ্ছিল। এক সাপকে আরেক সাপকে ধরে খেতে দেখে বাড়ির মানুষজন আরও আতঙ্কিত হয়ে পড়েন। সব ধরনের খবর জানতে ফলো করুন ।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/yWzarwe
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads