মহাকাশে রুট বদল! কেন হঠাৎ আদিত্য এল১-এর গতিপথ পরিবর্তন ইসরোর? https://ift.tt/jZrJTYt - MAS News bengali

মহাকাশে রুট বদল! কেন হঠাৎ আদিত্য এল১-এর গতিপথ পরিবর্তন ইসরোর? https://ift.tt/jZrJTYt

গতমাসের ২ সেপ্টেম্বর সূর্যের দিকে রওনা দেয় ইসরোর আদিত্য-এল১। ভারতের প্রথম সৌরযান এটি। এই মহাকাশযান বিষয়ে নয়া তথ্য জানিয়েছে ইসরো। ইসরো সূত্রে খবর, সম্প্রতি মহাকাশে আদিত্য-এল১-এর গতিপথ কিছুটা পরিবর্তন করা হয়েছে। তবে গতিপথ খানিকটা পরিবর্তিত হলেও সূর্যের দিকেই সঠিক ভাবেই এগিয়ে চলেছে। যন্ত্রগুলি কাজও করছে সঠিক ভাবে। ইসরো সূত্রে খবর, সৌরযান আদিত্য-এল-১-এর স্বাস্থ্য ভালোই আছে। শুধু তাই নয়, বরং সঠিক পথেই এটি ছুটে চলেছে। তবে ৬ অক্টোবর প্রয়োজন অনুসারে ঠিক করা হয়েছে মহাকাশযানের গতিপথ । ট্রান্স ল্যাগরেজিয়ান পয়েন্ট-১ ইনসারসন কৌশলটি ট্র্যাক করার সময় এই সংশোধন করা হয়েছিল। উল্লেখ্য ২৯ সেপ্টেম্বর পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি কাটিয়ে আরও খানিকটা এগিয়ে যায় সৌরযান আদিত্য এল-১। এর পরই ১৬ সেকেন্ডের জন্য পরিবর্তন করা হয়েছিল সৌরযানের গতিপথ। ট্রাজেক্টরি সংশোধন কৌশল কী? আদিত্য এল১ মহাকাশযানকে এল১-এর চারপাশে একটি কক্ষপথে প্রবেশ করানো হবে। এল১-এর বিন্দুতে পৌঁছনোর মহাকাশযানটিকে একটি পরিকল্পপিত পথে যেতে হয়। ১৯ সেপ্টেম্বর ট্রন্স ল্যাগরেজিয়ান পয়েন্ট ১ ইনসার্সন কৌশলের পর, বিজ্ঞানীরা লক্ষ্য করেন গতিপথে সামান্য ভুল থাকতে পারে। অর্থাৎ সামান্য হলেও ভুল পথে এগোচ্ছে আদিত্য। বিষয়টি লক্ষ্য করার সঙ্গে সঙ্গে সংশোধনের প্রয়োজন অনুভব করেন তাঁরা। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী এম আন্নাদুরাই বলেন, "এই ধরনের কৌশল জন্য মিশনে একটি বিধান রয়েছে। সেটিকে বলা ট্রিম ম্যানুভার। এটি চন্দ্রযান ১ (২০০৮) থেকে মিশন পরিকল্পনার অংশ । প্রতিটি কক্ষপথ-উত্থাপন কৌশলের জন্য, আমরা লক্ষ্য করি সঠিক ভাবে কক্ষপথটিতে মহাকাশযানটি পৌঁছল কিনা। সেই সময় যদি কোনও সংশোধনের প্রয়োজন মনে হয় তবে তা সঙ্গে সঙ্গে করা হয়।" কোনও মহাকাশযান যখন চাঁদের উদ্দেশে রওনা দেয় তখন গতিপথ সংশোধনের প্রয়োজন মনে হলে তা এক সপ্তাহের ব্যবধানেই করতে হবে। দীর্ঘ গন্তব্যের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সংশোধনের প্রয়োজন। আন্নাদুরাইয়ের কথায়, "আদিত্য়-এল১ দীর্ঘ পথে যাত্রা করেছে। যদি শুরুতেই ছোট একটি বিচ্যুতিও হয় তবে তার প্রভাব থাকবে এক মাস বা তিনমাস। ছোট সংশোধনগুলির মধ্যে রয়েছে অল্প সময়ের জন্য মহাকাশযানে ইঞ্জিন চালানো। এর ফলে জ্বালানিও বাঁচে। বৃ। তবে এক্ষেত্রে দেখতে হয় কতটা সংশোধন প্রয়োজন।" এল১ পয়েন্টে পৌঁছতে কোন কক্ষপথে পৌঁছতে হবে আদিত্য মহাকাশযানকে? এটি ২০২৪ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এল১ পয়েন্টে পৌঁছনোর কথা আদিত্য়-এল১-এর। এল১-এর চারপাশের কক্ষপথে পৌঁছে দেওয়ার জন্য একটি কৌশল প্রয়োগ করা হবে। এল১ অবস্থানে সূর্য ও পৃথিবীর মহাকর্ষজ বল সমান হওয়ায় এই অবস্থান থেকে ধীরস্থির ভাবে সূর্যের উপর নজরদারি চালাতে পারবে আদিত্য়। । আগে কি কখনও TCM প্রয়োগ করেছে ইসরো?কৌশলগুলি শুধুমাত্র গভীর মহাকাশ মিশনের জন্য় প্রয়োজন। অর্থাৎ যখন পৃথিবী থেকে বহুদূরে যাত্রা করে কোনও মহাকাশযান তখন গতিপথ সংশোধনের প্রয়োজন হতে পারে। অর্থাৎ এযেন কতকটা বাড়ি থেকে বহুদূরে রওনা হওয়ার পথ, ঠিক যেমন আমরা প্রয়োজন বুঝে আমাদের পথ পরিবর্তন করে নিই ঠিক সেইরকমই। মঙ্গল অভিযানে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। সঠিক অবস্থানে মহাকাশযানটিকে পৌঁছে দিতে এই কৌশল প্রয়োগ করা হয়েছিল। যদি সংশোধনমূলক কৌশল না প্রয়োগ করা হত তবে সেই সময় মহাকাশযানটি অভিষ্ট গন্তব্য থেকে ৭২৩ কিলোমিটার দূরত্বে পৌঁছে যেত। সূর্যযানের আরও খবর জানতে ফলো ।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/JpW40fS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads