মোতেরায় পিচ বিতর্কে ক্ষুব্ধ বিরাট https://ift.tt/2O0w0XR - MAS News bengali

মোতেরায় পিচ বিতর্কে ক্ষুব্ধ বিরাট https://ift.tt/2O0w0XR

এই সময় ডিজিটাল ডেস্ক: সবরমতী তীর বললেই মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমের কথা মনে পড়তে পারে তামাম ভারতবাসীর। 'বাপু'-র এ হেন শান্তির শহরের একেবারে উল্টো স্রোত যেন নেমে এল বুধবারের ভরদুপুরে। অ্যাংরি ইয়ংম্যান বিরাট কোহলির ভার্চুয়াল প্রেস কনফারেন্সের সৌজন্যে। যেখানে স্পিনিং উইকেট নিয়ে প্রশ্ন করতেই মেজাজ সপ্তমে চড়িয়ে বিরাট শুনিয়ে দিলেন, 'স্পিনিং উইকেট নিয়ে বাড়াবাড়ি রকমের কথা হচ্ছে। নিউ জিল্যান্ডে আমরা তিন দিনে মাত্র ৩৬ ওভারে হেরে গিয়েছিলাম। তখন তো আমাদের কেউ লেখেনি, বল কতটা মুভ করছিল? বা কতটা ঘাস ছিল? সেখানে ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে শুধু কথা হয়েছে। যত কথা, ওই টার্নিং ট্র্যাক নিয়ে। আমাদের টিম কেন এত সফল জানেন, কারণ আমরা পিচ নিয়ে ভাবেই না।' ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ যুদ্ধ শুরু আজ। তার উপর মোতেরায় এই ম্যাচের উপর নির্ভর করছে লর্ডসে বিশ্ব টেস্ট সিরিজের ফাইনালের টিকিট। নিজের একঝাঁক রেকর্ডের হাতছানি। সে সব সরিয়ে বিরাটকে যেন দু'দিনে শেষ হয়ে যাওয়া গোলাপি টেস্ট থেকে মোতেরার টার্নিং ট্র্যাক বিতর্কের বিরুদ্ধে খেলে যেতে হল। এবং ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিরাটের অভিব্যক্তিতে যা বারবার ধরা পড়ল, তাকে ক্ষোভ আর বিরক্তির ককটেল বলা যেতে পারে। মোতেরায় দিন-রাতের টেস্ট শেষ হওয়ায় দু'দিনে শেষ হওয়া কি টেস্ট ফর্ম্যাটের ভালো বিজ্ঞাপন? এ কথা শুনে প্রশ্নকর্তাকে পাল্টা বিরাটের, 'আপনারা কী চান বলুন তো, পাঁচ দিন খেলাটা বিনোদনের হোক, নাকি ভারত জিতুক?' যেন দর্শক বিনোদন কোনও ব্যাপারই নয়। ব্যাপারটা উপলব্ধি করেই বোধহয় জুড়লেন, 'আমরা বিনোদনের জন্য খেলি না, আমরা খেলি, জেতার জন্য। ভারত জিতবে, সেটাই তো সমর্থকদের কাছে সবচেয়ে বড় বিনোদন।' সে বিরাট যাই বলুন, বিতর্ক কিন্তু থাকছে। এ দিন অপ্রিয় প্রশ্নের মুখে ক্যাপ্টেন কোহলির বিরক্তি অনেকবারই প্রকাশ হয়ে পড়েছে। ঘূর্ণি উইকেটে ব্যাটিং করতে না পারার জন্য দু'দিনে শেষ টেস্ট। মোতেরায় জিতে উঠে এমন ব্যাখ্যা দিয়েছিলেন খোদ বিরাট। এ দিন লাল বলে ব্যাটসম্যানদের ডিফেন্সের দুর্বলতার জন্য দায়ী করলেন সাদা বলে খেলার মানসকিতাকে। নিজের উদাহরণ টেনে বিরাটের বক্তব্য, 'এই ধরনের পিচে খেলতে গেলে ডিফেন্সটাকে ভালো করতে হবে। তবে এখন সাদা বলে খেলার প্রভাব এতটাই যে, সে ভাবে ডিফেন্সের দিকে কেউ নজর দিতে পারে না। লাল বলে কেউ যদি কোনও সুযোগ না দিয়ে ৪৫ মিনিট ক্রিজে থেকে ১০ রানও করে, সেটাও কিন্তু অনেক প্রভাব ফেলে।' আসলে চশমা পরে সাংবাদিক সম্মেলনে ক্রিকেট প্রফেসরের মতো বক্তব্য রাখা বিরাট এ দিন যেন মাঠের মতো আগ্রাসী। টেস্ট ক্রিকেটের জমাট ডিফেন্সের বদলে বক্তব্যে টি-টোয়েন্টি ওড়ানোর মেজাজ। তাই যখন প্রশ্ন এল, স্পিনিং ট্র্যাক আপনাদের বুমেরাং হয়ে যাবে না তো? বেশ গম্ভীর গলায় বিরাটের জবাব, 'না, আমি মনে করি না।' কেন কুলদীপ যাদব খেলছেন না? জশপ্রীত বুমরার জায়গায় কি উমেশ যাদব? সরাসরি কোনও উত্তর এল না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছ থেকে। শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গে টিমকে বার্তা দেওয়ার ঢঙে শোনালেন, 'সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সেটা হল, জেতা।'


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3qeP8yy
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads