home
Taj Mahal Bomb Threat: তাজমহলে ভুয়ো বোমাতঙ্ক, হুমকি-ফোন করায় ধৃত ১ https://ift.tt/eA8V8J
<p><strong>আগরা:</strong> তাজমহলে ভুয়ো বোমাতঙ্ক, বার করে আনা হল পর্যটকদের। বন্ধ করে দেওয়া হয়েছে দুটি ফটকই। আশপাশের রাস্তাতেও সতর্কতা জারি। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। তল্লাশিতে এখনও কিছু মেলেনি। </p> <p>জানি গিয়েছে, থানায় ফোন করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পুলিশ তার সন্ধান চালাতে শুরু করে। তদন্তে উঠে আসে, ওই যুবক ফিরোজাবাদের বাসিন্দা। তাকে হেফাজতে নেয় পুলিশ।</p> <p>পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, সেনাবাহিনীতে চাকরি না পেয়েই হুমকি ফোন করে। </p>
from home https://ift.tt/3sR8ifg
from home https://ift.tt/3sR8ifg
Previous article
Next article
Leave Comments
Post a Comment