'রাস্তা দেখলে মহাকাশযান থেকে চাঁদের ছবি মনে হয়...', বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয়দের অবরোধের মুখে ডেপুটি স্পিকার https://ift.tt/7FrGdWA - MAS News bengali

'রাস্তা দেখলে মহাকাশযান থেকে চাঁদের ছবি মনে হয়...', বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয়দের অবরোধের মুখে ডেপুটি স্পিকার https://ift.tt/7FrGdWA

: বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে এবার পথ অবরোধের পথে বাসিন্দারা । আর সেই বিক্ষোভেই আটকে যান বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়। বোলপুর থেকে কংকালীতলা যাওয়ার মকরমপুরে প্রায় ৩ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরা । একাধিকবার পুরসভা, পূর্ত বিভাগে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। তাই এদিন রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ, এমনকি বিক্ষোভের মুখে পড়ে অন্য পথে ঘুরে যেতে হয় ডেপুটি স্পিকারকে। সেই রাস্তা নিয়ে কটাক্ষ BJP নেতা অনুপম হাজরার।

রাস্তার দাবিতে অবরোধ

দীর্ঘদিন থেকে বোলপুর ও লালপুল থেকে কংকালীতলা মন্দির যাওয়ার রাস্তার বেহাল দশা ৷ বিশেষত মকরমপুর এলাকার প্রায় ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বড় বড় খানাখন্দের ভরা । আপাতকালীন পরিস্থিতিতে বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকার মানুষদের বোলপুর মহকুমা হাসপাতালে এই রাস্তা দিয়েই যেতে হয় । তাই রাস্তা সংস্কারের জন্য বোলপুর পুরসভা, পূর্ত বিভাগ সহ বিভিন্ন প্রশাসনিক দফতরে চিঠি দিয়ে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাতেও কোন কাজ না হওয়ায় সোমবার দুপুর থেকে মকরমপুরের রাস্তা অবরোধ করেন এলাকার মানুষজন । সেই সময়ই এই রাস্তা দিয়ে রামপুরহাট থেকে কলকাতা যাচ্ছিলেন বিধানসভার । স্বাভাবিক ভাবেই তাঁর গাড়ি আটকে যায় অবরোধে ৷ তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা৷ পরে বোলপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ ডেপুটি স্পিকারকে বিক্ষোভ স্থান থেকে বের করে অন্য পথ দিয়ে বের করে দেন।

আশিষ বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস

বিক্ষোভকারীদের আশ্বস্ত করে আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি কলকাতা যাচ্ছি। বিধানসভায় যাব ৷ এখানে একটা বিক্ষোভ হচ্ছে। রাস্তা খারাপ । ওদের দীর্ঘদিনের সংস্কারের দাবি৷ আমি মন্ত্রীকে বিষয়টি জানাব।'

অনুপমের কটাক্ষ

এই ঘটনা নিয়ে কটাক্ষ করে বলেন, 'ওই রাস্তা দিয়ে গেলে দেখে মনে হয় যেন মহাকাশযান থেকে চাঁদের ছবি তোলা হয়েছে, রাস্তায় এতো গর্ত। বোলপুরের মানুষ যদি ডেপুটি স্পিকারকে বিক্ষোভ দেখাতে পারেন তাহলে আর খুব বেশি দেরি নেই যেদিন তারা মুখ্যমন্ত্রীকে দিনের বেলায় চাঁদ তারা দেখাবেন।'বেহাল রাস্তা থেকে পরিষেবা সংক্রান্ত যে কোনও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটস অ্যাপ চ্যানেল। ক্লিক করুন-


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/EjYWfXp
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads