৯৬-র পর ৯৯, নিয়ম ভেঙে কেন তিন বছরে হয় বিশ্বকাপ? https://ift.tt/AIYg0e8 - MAS News bengali

৯৬-র পর ৯৯, নিয়ম ভেঙে কেন তিন বছরে হয় বিশ্বকাপ? https://ift.tt/AIYg0e8

আমরা সকলেই একথা জানি যে, কোনও বিশ্বকাপ টুর্নামেন্ট মোটামুটি চার বছর অন্তর আয়োজন করা হয়। তা সে ক্রিকেট হোক কিংবা ফুটবল। ফুটবলের তুলনায় গোটা বিশ্বে ক্রিকেটের উন্মাদনা কম হলেও, ওডিআই বিশ্বকাপের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেন। কিন্তু, আপনারা অনেকেই হয়ত লক্ষ্য করেছেন যে এই চার বছরের ব্যবধান কিন্তু ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে মানা হয়নি। ১৯৯৬ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার ঠিক তিন বছর পরই ফের এই টুর্নামেন্টের আসর বসানো হয়েছিল। কিন্তু, ঠিক কোন কারণে চারের বদলে নিয়ম ভেঙে তিন বছর পর ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল? না জানলে বাকীটুকু আপনাকে পড়তেই হবে।আসলে, প্রায় ১৬ বছর পর আবারও ইংল্যান্ডে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হচ্ছিল। তা নিয়ে গোটা ক্রিকেট বিশ্বের উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। কিন্তু, সমস্যা বাধল ২০০০ সালে আয়োজিত সিডনি অলিম্পিক। অলিম্পিক টুর্নামেন্টকে বলা হয় 'দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'। ফলত, সেই সময় যদি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হয়, তাহলে দর্শক সংখ্যায় ভাঁটা পড়তে পারে। এমনকী, আইসিসি-র ভাঁড়ারে টান পড়বে বলেও আশঙ্কা করা হয়েছিল। সেকারণেই দুটো ভিন্ন টুর্নামেন্ট মুখোমুখি সংঘর্ষে না গিয়ে ক্রিকেট বিশ্বকাপ একটা বছর আগে আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।তবে এই ব্যাপারে আরও একটি কারণ বেশ প্রচলিত রয়েছে। আর সেটা হল, আগে ঠিক ছিল যে ১৯৮৭-র পর ১৯৯১ সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হবে। কিন্তু, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের গাফিলতির কারণে সেটা এক বছর পিছিয়ে গিয়েছিল। অর্থাৎ ১৯৮৭ সালের ৫ বছর পর ১৯৯২ সালে আবারও একদিনের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়। ফলে এই যে একটা বছর সময় বেড়ে গিয়েছিল, সেটা পুষিয়ে দেওয়ার জন্যই নাকি ২০০০ সালের পরিবর্তে ১৯৯৯-য়ে বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। ফাইনাল ম্যাচটা লন্ডনে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামেন ক্যাঙারু ক্রিকেটাররা। ১৭৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়লাভ করে। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৮.৬ ওভারেই ১৩২ রানে অলআউট হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়া ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে কাঙ্খিত রান তুলে নেয়। অস্ট্রেলিয়ার হয়ে হাফসেঞ্চুরি করেন অ্যাডাম গিলক্রিস্ট।প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক:


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/UXZEgfR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads