এশিয়া কাপের 'বদলা' বিশ্বকাপে? লঙ্কা ছারখার করতে মরিয়া পাকিস্তান https://ift.tt/ibIa4BM - MAS News bengali

এশিয়া কাপের 'বদলা' বিশ্বকাপে? লঙ্কা ছারখার করতে মরিয়া পাকিস্তান https://ift.tt/ibIa4BM

২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের অষ্টম ম্যাচটি ১০ অক্টোবর আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়লাভ করেছিল। অন্যদিকে, শ্রীলঙ্কা আবার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছে। যদিও এই ম্য়াচে শ্রীলঙ্কা হেরে গেলেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। এই পরিস্থিতিতে দুটো দলই যে ভালো ফর্মে রয়েছে, তা বলা যেতে পারে। সেইসঙ্গে মঙ্গলবার দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও দেখতে পাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক এই ম্যাচের উইকেট কেমন হতে চলেছে। কেমন হবে হায়দরাবাদের উইকেট?হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেট বরাবরই পেস বোলিং সহায়ক হয়ে থাকে। এই উইকেট থেকে পেস বোলাররা যথেষ্ট সাহায্য পেয়ে থাকেন। ম্যাচ যত সামনের দিকে এগোয়, ততই স্পিনাররা ম্যাচের রাশ নিজেদের হাতে ধরে নেয়। তবে এই উইকেট থেকে ব্যাটাররাও যথেষ্ট ফায়দা তুলতে পারেন। উইকেটে ভালো বাউন্স থাকার জন্য বল খুব ভালোভাবে ব্যাটে আসে। এই মাঠে এখনও পর্যন্ত আটটি একদিনের ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে পাঁচটা ম্যাচে যে দল প্রথমে ব্যাট করেছে, তারাই জিতেছে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জয়লাভ করেছে তিনবার। এই পরিস্থিতিতে যে দলই টসে জিতুক না কেন, তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতে চাইবে।ম্যাচের জন্য দুই দলের স্কোয়াডপাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জমান, ইমাম উল হক, আবদুল্লা শফিক, মহম্মদ রিজওয়ান, সাউদ সাকিল, ইফতিখার আহমেদ, সলমান আলি আঘা, মহম্মদ নওয়াজ, ওসামা মীর, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম।শ্রীলঙ্কা : দাসুন শনকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিশঙ্কা, লাহিরু কুমারা, দিমুথ করুণারত্নে, সাদিরা সমরবিক্রম, চরিথ আশালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, মাহেশ থিক্ষণা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, দিলশান মধুশঙ্কা। এবং দুশান হেমন্ত। ম্যাচটি দুপুর ২টো থেকে শুরু হবে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/UrqmfGu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads