চিন্তায় মিডল অর্ডার, নেদারল্য়ান্ডের বিরুদ্ধে কেমন হবে পাকিস্তানের প্রথম একাদশ? https://ift.tt/nj9REwT - MAS News bengali

চিন্তায় মিডল অর্ডার, নেদারল্য়ান্ডের বিরুদ্ধে কেমন হবে পাকিস্তানের প্রথম একাদশ? https://ift.tt/nj9REwT

বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছে পাকিস্তান ও নেদারল্যান্ড। একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে হায়দরাবাদে। এই ম্যাচে নামার আগে ধারে ও ভারে পাকিস্তান এগিয়ে থাকলেও মানসিক দিক থেকে তারা চাপে রয়েছে। এর প্রধান কারণ অবশ্যই একেরপর এক হার। এশিয়া কাপ, বিশ্বকাপের প্রস্তুতি, সবকিছুতেই পাকিস্তান হেরে চাপে রয়েছে। তবে বাবর আজম ছন্দে রয়েছেন। অন্যদিকে নেদারল্যান্ড ভালো ছন্দে থাকলেও তারা এবার বিশ্বকাপের প্রস্তুতিতে একটাও ম্যাচ খেলতে পারেনি বৃষ্টির জন্য়। এই ম্য়াচটা যেহেতু রাজীব গান্ধি স্টেডিয়ামে হবে তাই বাবররা সুবিধাজনক জায়গায় থাকবে, এর কারণ হচ্ছে বাবররা অনুশীলন ম্য়াচ দুটো এখানেই খেলেছিল। ফলে পিচ ও পরিবেশ তাদের চেনা। সুবিধা পাবে। এই ম্যাচে নজর থাকবে বাবর আজম ও শাহিন আফ্রিদির দিকে। দুই প্লেয়ার ছন্দে থাকলেও পাকিস্তান দলের চিন্তা থাকবে প্রথম একাদশ নিয়ে।বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর আগে পাকিস্তান কোচ মিকি আর্থার বলেন, ‘আমি মনে করি আমাদের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম শক্তিশালী। আমরা যদি রান করি, আমাদের বোলাররা তা আটকে দেবেন। আমাদের দল ও প্রথম একাদশ নিয়ে ধারনা আছে। পুরো দল তৈরি। টস হলে প্রথম একাদশ বলে দেওয়া হবে।’টপ অর্ডার ও পেস বিভাগ নিশ্চিত হলেও মিডল অর্ডার ও স্পিনার পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে। বরাবর এই দুটো জায়গা ভুগিয়েছে পাকিস্তানকে। টপ অর্ডার ও পেস আক্রমণ ব্যর্থ হলে পাকিস্তান দলও ব্যর্থ হয়। নেদারল্যান্ডের কাছে ফলে চ্যালেঞ্জ থাকবে এটাকে আক্রমণ করা।পাকিস্তানের হয়ে ওপেন করবেন ফখর জামান ও ইমাম উল হক। এই জুটি ফর্মে নেই, তবে তাঁরা নিজেদের দিনে বিধ্বংসী হয়ে যান। বাবর আজম নামবেন তিনে। এরপর সালমান আঘা, ইফতিকার আহমেদ ও শাদাব খান। ফখর, ইমাম ও বাবর রানের মধ্যে আছেন। ইফতিকার ও সালমান রানে নেই। শাদাবও খারাপ ফর্মে আছেন। যেটা পাকিস্তানের কাছে চিন্তার। মিকি আর্থার বলেন, ‘আমাদের ব্য়াটিং বাবর ও রিজওয়ানের মধ্যে আটকে নেই। আমাদের কাছে অনেক মেধাবি ব্যাটার আছেন। ইমাম, সাউদ সাকিল ও ফখর জামান রয়েছেন। শাদাব সেরা অলরাউন্ডার। আমি আশা করছি ও ফর্মে থাকবে। শাদাবকে নিয়ে আমার চিন্তা নেই। ও ফর্মে আসবে।’পেস আক্রমণে থাকবেন হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি ও হাসান আলি। মহম্মদ নওয়াজ শাদাবের সঙ্গে স্পিনে খেলতে পারেন।বিশ্বকাপে কোন দল এগিয়ে আর কে পিছিয়ে তার বিশ্লেষণ জানতে ক্লিক করুন-


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/5ryOH79
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads