অপমান থেকে ধ্বস্তাধস্তি, সৌরভের মুখে শুনুন টিম ইন্ডিয়ার 'ডার্ক সিক্রেট' https://ift.tt/kXySUgH - MAS News bengali

অপমান থেকে ধ্বস্তাধস্তি, সৌরভের মুখে শুনুন টিম ইন্ডিয়ার 'ডার্ক সিক্রেট' https://ift.tt/kXySUgH

ভারতীয় ক্রিকেট দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নিউ জিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়ক হিসেবে পাশে পেয়ে ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশি কোচ হিসেবে ২০০০ সালে দায়িত্ব গ্রহণ করেন জন রাইট। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ৫ বছর কাজ করেছিলেন জন রাইট। তাঁর এই কার্যকালে ভারত বেশ কয়েকটি সিরিজে স্মরণীয় জয়লাভ করেছিল। এরমধ্যে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলকাতা টেস্ট ম্যাচ হোক কিংবা ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালেও টিম ইন্ডিয়া এই জন রাইটের কোচিংয়েই উঠতে পেরেছিল। কিন্তু, এত ভালোর মধ্যেও সামান্য বিতর্ক তাঁর কোচিং কেরিয়ারে থেকেই গিয়েছে। আর সেই অজানা গল্পই শেয়ার করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিয়ায় সৌরভকে ২০০২ সালে আয়োজিত ন্যাটওয়েস্ট ট্রফি চলাকালীন একটি বিতর্কিত ঘটনা প্রসঙ্গে বলতে শোনা যাচ্ছে। সৌরভ বললেন, 'আমরা ওই ম্যাচে জয়লাভ করার পর ড্রেসিংরুমে ফিরে এসেছিলাম। দেখি ঘরের একটা কোনে বসে বসে সেহওয়াগ খালি গজরাচ্ছে। আমি চুপচাপ ওর কাছে যাই এবং বলি যে এটা হতেই পারে। তুমি বিধ্বংসী প্রতিভা এবং যথেষ্ট ভালো একজন ক্রিকেটার। কিন্তু, ও আমাকে সরাসরি বলে যে সিরিজের মাঝপথেই ইংল্যান্ড থেকে বাড়ি ফিরে যাবে।' এরপর তিনি বললেন, 'ওর থেকে এমন কথা শুনে আমি প্রথমে তো হতভম্ব হয়ে যাই। জিজ্ঞেস করি যে বাড়ির সবকিছু ঠিক আছে তো? ও আমাকে রেগেমেগে বলে যে জন রাইট ওর কলার ধরেছিল এবং ফ্রিজের দিকে ঠেলে দিয়েছিল। আমি বলেছিলাম যে পরেরবার ওই শটটা যদি আবারও মারো, তাহলে বিমানে চেপে সোজা বাড়ি ফিরে যেও।' সবশেষে সৌরভ নিজেই ব্যাপারটা পরিষ্কার করে দেন। বলেন যে জন রাইট একজন ভালো মনের মানুষ হলেও, কোচ হিসেবে একেবারে পাগল ছিলেন। প্রত্য়েকবার সেহওয়াগ হাওয়ায় বল মারলেই উনি নিজের চোখ বন্ধ করে ফেলতেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খানিক মজার ছলেই বললেন, 'তাহলে আপনারা বুঝতেই পারছেন যে গোটা সেশনটাই ওঁকে চোখ বন্ধ করে কাটাতে হত। কারণ যখন ব্যাট করতে নামত, সবসময় ছক্কা হাঁকাতেই বেশি পছন্দ করত।'প্রতি মুহূর্তের নিউজ, আপডেট, বিশ্লেষণ এবং ভিডিয়ো দেখতে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক:


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/9XYzrL7
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads