অধ্যাদেশে সই, বিলে নয় কেন? প্রশ্ন রাজ্যের https://ift.tt/HbnFGvN - MAS News bengali

অধ্যাদেশে সই, বিলে নয় কেন? প্রশ্ন রাজ্যের https://ift.tt/HbnFGvN

এই সময়: আজ, শুক্রবার ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে উপাচার্য নিয়োগ মামলা। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ঘিরে রাজ্যপাল-রাজ্য দ্বৈরথের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের দিকেই নজর এখন রাজ্যের শিক্ষামহলের। তার আগে জরুরি ভিত্তিতে বিভাগীয় বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রী ও রাজ্য শিক্ষা দফতরের প্রতিনিধি রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের ফের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে রাজ্য সরকার।এ ক্ষেত্রে সরকারের হাতিয়ার হতে পারে রাজ্যপালেরই সই করা অর্ডিন্যান্স। যেখানে মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরের প্রতিনিধি রাখার বিষয়ে অনুমোদন দেন সিভি আনন্দ বোস। কিন্তু পরে সেই অধ্যাদেশই যখন বিল হয়ে আসে, তাতে আপত্তি জানিয়ে এখনও পর্যন্ত সই করেননি আচার্য-রাজ্যপাল। কী করে অর্ডিন্যান্সে সই করার পরেও সেই একই বিষয়ে বিল রাজ্যপাল আটকে রাখতে পারেন--সে ব্যাপারে শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এর আগে সার্চ কমিটি গঠনে রাজ্যপাল, ইউজিসি ও রাজ্য সরকারকে তিন থেকে পাঁচ জনের নাম পাঠাতে বলেছিল। সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দফতরের প্রতিনিধি রাখার বিষয়ে রাজ্য আবেদন করলেও এর আগে তাতে বিশেষ আমল দেয়নি সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টে ওই বিলের বিরুদ্ধে পৃথক মামলা চলছে। সুপ্রিম কোর্ট জানায়, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা হাইকোর্টই নেবে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/IiLa7fQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads