বিশ্বকাপে আদৌ ফিরতে পারবেন শুভমান গিল? বড় আপডেট রাহুল দ্রাবিড়ের https://ift.tt/diazGsr - MAS News bengali

বিশ্বকাপে আদৌ ফিরতে পারবেন শুভমান গিল? বড় আপডেট রাহুল দ্রাবিড়ের https://ift.tt/diazGsr

বিশ্বকাপ শুরুর আগে ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। ডেঙ্গির জন্য প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন শুভমান গিল। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলার সম্ভবনা কম। এরফলে কিছুটা অ্যাডভান্টেজে থাকবে অস্ট্রেলিয়া। শুভমান কতদিনে ফিরবেন সেই প্রশ্নই এখন সমর্থকদের মধ্যে। তিনি যতদিন বেশি মাঠের বাইরে থাকবেন দলের জন্য় ততবেশি ক্ষতি। তাঁর ফিটনেস নিয়ে এবার আপডেট দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। এবার এশিয়া কাপে ৩০২ রান করেছেন। তিনি সর্বোচ্চ রান স্কোরার হন। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো ম্য়াচে তিনি খেলেন। শুক্রবারের আগে জানা যায় শুভমানের ডেঙ্গি হয়েছে। এবার ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে বলেন, ‘ও এখন আগের থেকে ভলো আছে। এটা ভালো জিনিস। এবং আমাদের মেডিকেল টিম প্রতিদিন ওর পরীক্ষা করছে। আমরা দেখি মেডিকেল টিম ওকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় এবং ম্যাচের দিন ও কেমন অনুভব করে। তবে মেডিকেল টিম ওকে এখনও বিশ্বকাপ থেকে বের করে দেয়নি।’ রাহুল দ্রাবিড়ের কথা থেকে পরিষ্কার, যে শুভমান এখনও তাঁদের পরিকল্পনায় রয়েছেন। শুভমান যতগুলো ম্যাচ খেলবেন না, সেখানে তাঁর জায়গায় ওপেন করবেন ঈশান কিষান। মিডল অর্ডারে ফলে সুযোগ মিলতে পারেন সূর্যকুমার যাদবের। তিনি একদিনের ক্রিকেটে নাম করতে না পারলেও তাঁকে সুযোগ দিতে চায় বোর্ড। দ্রাবিড় বলেন, ‘ও সবসময় একজন ভালো প্লেয়ার। দুটো ভালো ইনিংসে সব ঘুরে যাবে। তবে ব্যাপার হচ্ছে ওকে দুটো ইনিংস খেলতে দিতে হবে। এরজন্য একটা ভালো পরিবেশ লাগবে। ও অনেকগুলো জিনিসের উপর কাজ করছে, কিছু জিনিস শিখছে। ও এখন ভালো জায়গায় আছে।’ জানা গিয়েছে গুয়াহাটিতে শুভমানের জ্বর হয়। এরপর তিরুবনন্তপুরমে তাঁর রক্তপরীক্ষা হয়। চেন্নাইতে ফের পরীক্ষা হলে জানা যায় ডেঙ্গি আক্রান্ত তিনি। তবে বোর্ড সূত্রে খবর, তিনি ভালো আছেন। দুর্বল হননি। অর্থাৎ, ডেঙ্গির প্রভাব খুব একটা বেশি নয় তাঁর ক্ষেত্রে। তবে দলে একজনের ডেঙ্গি হওয়ায় বাকিদেরও সতর্ক থাকতে হবে। ভারতীয় দল এবার সবথেকে বেশি ভ্রমণ করবে। ফলে তাদের উপর চাপটা বাকি দলের থেকে বেশি। প্রতিটা শহরে রোহিতদের ম্যাচ রয়েছে এবার, যেটা আলাদা করে চ্যালেঞ্জ তৈরি করবে।আরও খবর ও ভিডিয়ো পেতে ক্লিক করুন-


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/GiSRrBq
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads