একদিনে তিন সোনা, এশিয়ান গেমসে পদকের তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত? https://ift.tt/e4D50aX - MAS News bengali

একদিনে তিন সোনা, এশিয়ান গেমসে পদকের তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত? https://ift.tt/e4D50aX

এশিয়ান গেমস যতদিন এগোচ্ছে ভারতের পদকের সংখ্যা ততই চড়চড় করে বাড়ছে। এশিয়ান গেমসের ১২ তম দিনের শেষে ভারতের মোট পদক গিয়ে দাঁড়াল ৮৬। ১১ দিনের শেষে পদক ছিল ৮১। একদিনে পদক জিতল ৫টি। কোনওদিনই খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতকে। এবার ১০০টা পদকের টার্গেট থেকে আর মাত্র ১৯টা পদক দূরে রয়েছে ভারত। যা অসম্ভব নয়। দিনে তিনটি সোনা জেতে ভারত। সোনার সংখ্যা হয় ২০। সেটি আসে ভারতের প্রণীত কৌর, অদিতি গোপীচাঁদ স্বামী ও জ্যোতি সুরেশ ভেন্নামের হাত ধরে। চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ এ পরাস্ত করে তারা। মহিলাদের তীরন্দাজিতে দলগত ইভেন্টে সোনা জিতল ভারা। এরপর ভারতের স্কয়্য়াশ জুটি দীপিকা পাল্লিকল ও হরিন্দরপাল সান্ধু মালয়েশিয়ার জুটিকে পরাস্ত করে সোনা জেতে। এটা ভারতের দিনের দ্বিতীয় সোনা। সবমিলিয়ে ২০ তম সোনা।এরপর ভারতের ঝুলিতে আসে তৃতীয় সোনা। অভিষেক বর্মা, ওজাস দেওটালে ও প্রথমেশ জওকার জুটি তীরন্দাজিতে সোনা জেতে। দক্ষিণ কোরিয়াকে তারা ২৩৫-২৩০ এ পরাস্ত করে। ফলে তীরন্দাজিতে পুরুষদের পাশাপাশি মহিলাদের দলও জেতে। সন্ধ্যার দিকে সৌরভ ঘোষাল পুরুষদের স্কয়্যাশে সিঙ্গল ফাইনালে রুপো জেতেন। একই ইভেন্টে অন্তিম পাঙ্ঘাল মঙ্গোলিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন। সৌরভ ঘোষাল আগেই পদক নিশ্চিত করেছিলেন। অন্তিমের পদকটা বাড়তি পাওনা।প্রতিদিন পদকের দিক থেকে সোনার সংখ্য়া কম থাকে। রুপো ও ব্রোঞ্জের সংখ্যা থাকে বেশি। তবে এদিন ছবিটা আলাদা। রুপো ও ব্রোঞ্জের থেকে সোনার সংখ্যা বেশি। যা পদক তালিকায় ভারতকে অনেকটাই উপরের দিকে নিয়ে গেল। ১২ তম দিনের শেষে ভারতের মোট পদক ৮৬টা। এরমধ্যে রয়েছে ২১টা সোনা, ৩২টা রুপো ও ৩৩টা ব্রোঞ্জ।তবে পদক তালিকায় ভারত রইল চতুর্থ স্থানে। প্রথম তিনটে স্থান একই আছে। শীর্ষে চিন, দ্বিতীয় স্থানে জাপান ও তৃতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। তবে ১২ তম দিনের শেষে সোনা জেতার দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে জাপান। তাদের মোট সোনা ৪৪টি। যেখানে দক্ষিণ কোরিয়ার দখলে ৩৩টা সোনা। চিনের দখলে ১৭৯টা সোনা। ভারতের থেকে কোরিয়ার পদকের পার্থক্য ১০-এরও বেশি। ফলে চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠতে বেশ কষ্ট করতে হবে।এশিয়ান গেমসের খবর রাখতে নজর রাখুন-


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/lesWIOb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads