সাংবাদিকের প্রশ্ন শুনে 'অগ্নিশর্মা' রোহিত, মুচকি হাসি বাবরের! দেখুন ভিডিয়ো https://ift.tt/Y4gaiLB - MAS News bengali

সাংবাদিকের প্রশ্ন শুনে 'অগ্নিশর্মা' রোহিত, মুচকি হাসি বাবরের! দেখুন ভিডিয়ো https://ift.tt/Y4gaiLB

বৃহস্পতিবার অর্থাৎ ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ডের মধ্যে আয়োজন করা হবে। এই ম্যাচের একদিন আগে অর্থাৎ বুধবার ক্যাপ্টেন মিটের আয়োজন করা হয়েছিল। এই মিটে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করাই উপস্থিত ছিলেন। ইতিমধ্যে সাংবাদিক বৈঠকে অধিনায়কদের বিভিন্ন প্রশ্ন করা হচ্ছিল। ঠিক সেইসময় একটি প্রশ্ন রোহিত শর্মাকেও করা হয়। আর সেই প্রশ্ন শুনে রোহিতের প্রতিক্রিয়া একেবারে দেখার মতো ছিল।আসলে, বুধবার আয়োজিত এই সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে গতবারের বিশ্বকাপ টুর্নামেন্ট সম্পর্কে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে প্রশ্ন করা হয় যে ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ডকে যুগ্মভাবে কি টুর্নামেন্টের বিজয়ী দল হিসেবে ঘোষিত করা যেত না? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে 'আমচি মুম্বই' স্টাইলে বলেন, 'ঘোষণা করা আমার কাজ নয়।' কিন্তু, রোহিত যেভাবে এই জবাবটা দেন, সেটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে জস বাটলারের পাশে বসে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমও হেসে ফেলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এমন ঘটনা কিন্তু রোহিতের সঙ্গে প্রথমবার হল না। ইতিপূর্বেও রোহিতকে এমন উলটো-পালটা প্রশ্ন করা হয়েছিল এবং ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী ওপেনার তাঁর স্বকীয় মেজাজেই জবাব দিয়েছিলেন। এমনকী, পাকিস্তান ক্রিকেট দল নিয়েও তাঁকে একবার প্রশ্ন করা হয়েছিল। সেইসময় রোহিত জবাব দিয়েছিলেন যে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হলে অবশ্যই এই ব্যাপারে পরামর্শ দেবেন তিনি। তবে রোহিত যেভাবে এই উত্তরটা দিয়েছিলেন, তা শুনে সকলেই হেসে লুটোপুটি খান।২০১৯ বিশ্বকাপ ফাইনালে ঠিক কী হয়েছিল?২০১৯ বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। দুই দলের মধ্যেই ৫০ ওভারের ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। কিন্তু, ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত সুপার ওভারে এই ম্যাচের মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু, সেটাও শেষপর্যন্ত ড্র হয়ে যায়। এই পরিস্থিতিতে যে দল সবথেকে বেশি বাউন্ডারি হাঁকিয়েছে, তাদেরই বিজয়ী ঘোষণা করা হয়। সেক্ষেত্রে নিউ জিল্যান্ডের থেকে ইংল্যান্ড কিছুটা এগিয়ে ছিল এবং সেই সুবাদে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে :


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/YgRWtez
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads