খাতায়-কলমে ইংরেজ, সাপোর্ট টিম ইন্ডিয়াকে! ভারত আর্মির ব্যাপারে জানেন? https://ift.tt/cRYhpgI - MAS News bengali

খাতায়-কলমে ইংরেজ, সাপোর্ট টিম ইন্ডিয়াকে! ভারত আর্মির ব্যাপারে জানেন? https://ift.tt/cRYhpgI

গোটা বিশ্বেই কমবেশি ভারতীয় ক্রিকেট সমর্থক ছড়িয়ে রয়েছেন। তাঁদের মধ্যে থেকে এমন একটি গ্রুপ তৈরি হয়েছে, যারা আজ নয় বরং ১৯৯৯ সালে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপ থেকে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করছে। বর্তমানে এই গ্রুপ সম্পর্কে আমরা সকলেই যথেষ্ট ওয়াকিবহাল। বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়োজিত ভারতীয় ক্রিকেট দলের ম্যাচে এই গ্রুপকে স্টেডিয়ামে দেখতে পাওয়া যায়। কখনও বাজনা বাজাচ্ছেন, কখনও বা আবার ভারতীয় ক্রিকেট দলের হয়ে জয়োল্লাস করছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখানে র কথাই বলা হচ্ছে। ১৯৯৯ সালে যখন এই গ্রুপ তৈরি হয়েছিল, সেইসময় মাত্র চারজন সদস্য ছিলেন। একদিনের ক্রিকেট বিশ্বকাপের কারণে এই গ্রুপ আপাতত ভারতেই রয়েছে। গ্রুপের এক সদস্য আমিশ খানিক মজা করেই বললেন, 'এই গ্রুপের জন্য়ই আমি আজও সিঙ্গল রয়েছি।'প্রসঙ্গত রাকেশ প্যাটেলের হাত ধরে এই গ্রুপ পা বাড়াতে শুরু করেছিল। তিনি বললেন, 'আমরা নিজেরাই নিজেদের ভারতীয় ক্রিকেট দলের দ্বাদশ খেলোয়াড় বলে মনে করি। গোটা ক্রিকেট বিশ্বে আমাদের থেকে ভাবুক ফ্যান বোধহয় আর একটাও নেই। আমাদের দেশে ক্রিকেটকে আলাদা করে একটা ধর্ম হিসেবেই দেখা হয়। সেকারণে এই ধর্মের পূজারি হিসেবে আমরা একটা গ্রুপ তৈরি করেছি।' গত ২৩ বছর ''র সদস্য সংখ্যা এক লাখ ৬০ হাজারে পৌঁছে গিয়েছে। আর গোটা বিশ্বে প্রায় ১৭ লাখ ফ্যান রয়েছে। রাকেশ বললেন, ' টুর্নামেন্টের সময় ২৩টি দেশ থেকে প্রায় ১১,০০০ সমর্থক আমাদের সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গিয়েছিলেন। ওখানেই বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হয়।' অন্যদিকে আমিশ বললেন, 'এই গ্রুপের সঙ্গে থাকলে নিজেকে কখনই একা মনে হয় না। আমাদের প্রত্যেক সদস্যের মধ্যেই যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে।' বিভিন্ন পেশা থেকে মানুষজন এই গ্রুপে জয়েন করেছেন। রয়েছেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী, মহিলা, আইনজীবী এবং আরও অনেকে। ১৮ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত যাঁরা ভারতীয় ক্রিকেট দলকে ভালোবাসেন, তাঁরাই এই গ্রুপে যোগ দিতে পারবেন।তবে এবারের বিশ্বকাপে ভারত আর্মির হয়ে ৬,০০০ সমর্থক যুক্ত হয়েছেন সম্প্রতি এই গ্রুপে যোগ দিয়েছেন লন্ডনের সিভিল সেবক বর্ষা। এই প্রথমবার তিনি ভারত আর্মির সঙ্গে ভারতে এসেছেন। সেইসঙ্গে এবারের বিশ্বকাপ উপভোগ করার জন্য তিনি অফিস থেকে তিন মাসের ছুটিও মঞ্জুর করেছেন। বর্ষার কথায়, 'ভারতীয় ক্রিকেট দলের পরিবেশ যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। এই গ্রুপ আমাদের প্রত্যেককে একে অপরের যথেষ্ট কাছে নিয়ে এসেছে।' অন্যদিকে রাকেশ বললেন, 'আমরা ক্রিকেটারদের জন্য গলা ফাটাই। একটা ভাইব তৈরি করি। আমরা এতটাই গলা ফাটাই যে ক্রিকেটাররা আমাদের উপস্থিতি টের পান। আমরা স্টেডিয়ামে ড্রাম, স্যাক্সোফোন এবং ঢোলের মতো বাদ্যযন্ত্র নিয়ে যাই। ভারতীয় ক্রিকেট দলের ফ্যান হিসেবে আমরা সকলেই যথেষ্ট গৌরবান্বিত।'সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'চলতি বছরও বিসিসিআই হোম গ্রাউন্ডে আমাদের বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ করার অনুমতি দিয়েছে। এই প্রথমবার ভারতের কোনও ফ্যান ক্লাবকে এমন অনুমতি দেওয়া হল।' মজার ব্যাপার এটাই যে এই রাকেশ সহ এই ফ্যান ক্লাবের শীর্ষস্থানীয় সদস্যরাই ব্রিটিশ নাগরিক। কিন্তু, ক্রিকেটের ময়দানে তাঁরা শুধুমাত্র টিম ইন্ডিয়াকেই সাপোর্ট করেন।'ভারত আর্মি' ফ্যান ক্লাব সম্পর্কে আরও জানতে চোখ রাখুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/mOU6cXW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads