বাংলাদেশের মুখোমুখি নিউ জিল্যান্ড, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ https://ift.tt/EQPL9gC - MAS News bengali

বাংলাদেশের মুখোমুখি নিউ জিল্যান্ড, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ https://ift.tt/EQPL9gC

ইতিমধ্যেই জমে উঠেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ১১ নম্বর ম্যাচটা নিউ জিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হবে। শুক্রবার অর্থাৎ ১৩ অক্টোবর আয়োজিত এই ম্যাচটি ভারতীয় সময় অনুসারে দুপুর ২টো থেকে শুরু হবে।এই বিশ্বকাপ টুর্নামেন্টে নিউজিল্যান্ড এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে। আর দুটোতেই জয়লাভ করেছে। পয়েন্ট টেবিলে তারা আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা (2.360), নিউ জিল্যান্ড (1.958), ভারত (1.500) এবং পাকিস্তান (0.927) আপাতত ৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র রান রেটের বিচারে প্রোটিয়ারা শীর্ষ স্থানে উঠে এসেছে। অন্যদিকে বাংলাদেশ এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে। এরমধ্যে তারা একটা ম্যাচেই জয়লাভ করেছে। তারা পয়েন্ট টেবিলে আপাতত ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে। আত্মবিশ্বাসে ভরপুর নিউ জিল্যান্ড এই ম্য়াচ জিতে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসতে চাইবে। তবে বাংলাদেশের স্পিনারদের থেকে তাদের একটু সাবধানে থাকতে হবে। চিপকের স্লো উইকেটে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন।বাংলাদেশের বিরুদ্ধে জিততে পারলে ভিত যে আরও মজবুত হয়ে যাবে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন কামব্যাক করায় কিউয়ি ব্রিগেড যে আরও শক্তিশালী হয়ে উঠবে, ত নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। কেন ইতিপূর্বে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারেননি। কেন উইলিয়ামসন একজন অসাধারণ ওয়ানডে ব্যাটার এবং স্পিনারদের খুব ভালোভাবেই খেলেন তিনি। ফলে এই ম্যাচে তিনি বড় রানের জন্য মুখিয়ে থাকবেন।এই ম্যাচে কেমন হতে পারে নিউ জিল্যান্ড এবং বাংলাদেশের সম্ভাব্য একাদশ, আসুন দেখে নেওয়া যাকনিউ জিল্যান্ডের সম্ভাব্য একাদশ : উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং ইশ সোধি।বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমূল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, মেহদি হাসান, মেহদি হাসান মিরাজ, (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের ব্যাপারে সকলের আগে আপডেট পেতে চোখ রাখুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/TuQYwGx
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads