চলন্ত রাজধানী এক্সপ্রেসে চলল গুলি! আতঙ্কিত যাত্রীরা, আটক ১ https://ift.tt/1TEIMLB - MAS News bengali

চলন্ত রাজধানী এক্সপ্রেসে চলল গুলি! আতঙ্কিত যাত্রীরা, আটক ১ https://ift.tt/1TEIMLB

: চলন্ত ট্রেনে চলল গুলি! তাও আবার রাজধানী এক্সপ্রেস। গুলি চলার ঘটনায় আতঙ্ক যাত্রীদের মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর নেই। শিয়ালদা নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। রেল কী জানাচ্ছে?পূর্ব রেলের তরফে জানানো হচ্ছে, শিয়ালদা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে গুলি চালনার ঘটনা ঘটেছে। রাত্রি দশটা নাগাদ এক যাত্রী চলন্ত ট্রেনের মধ্যে গুলি চালান বলে অভিযোগ। ট্রেনের মধ্যে আগ্নেয়াস্ত্র বের করে পর পর গুলি চালান এক যাত্রী। অভিযুক্ত যাত্রীর নাম হরবিন্দর সিং (৪১)। ওই যাত্রী ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত বলে জানা গিয়েছে।কেন চলল গুলি?জানা গিয়েছে, ওই যাত্রীর কাছে 'ভুল' টিকিট ছিল। শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেসের জায়গায় হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন ওই ব্যক্তি। ধানবাদ থেকে ট্রেনে ওঠেন ওই যাত্রী। রেলের কর্মরত টিকিট পরীক্ষক তাঁর কাছে টিকিট পরীক্ষা করতে আসেন। ভুল টিকিট কেটেছেন বলে জানানো হয় ওই ব্যক্তিকে। এরপরেই দু'জনের মধ্যে বচসা তৈরি হয়। তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। এরপর কী হয়?বচসার মাঝেই হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করেন ওই যাত্রী। এরপরেই ক্ষিপ্ত হয় পর পর গুলি চালাতে শুরু করেন তিনি। যদিও, গুলি চালনার ঘটনায় কেউ হতাহত হননি। তবে, চলন্ত ট্রেনের ভেতর এরকম গুলি চালনার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হইচই পড়ে যায় গোটা ট্রেনের ভেতর। আটক অভিযুক্তওই যাত্রীকে এরপরেই আটক করে রেল পুলিশ। ঝাড়খণ্ডের কোডরমা স্টেশনে ওই যত্রকেনামিয়ে দেওয়া হয়। ট্রেন থেকে নামিয়ে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে গোটা ঘটনায় রেলের যাত্রীদের মধ্যে ভয় তৈরি হয়। গুলি চালনার ঘটনায় বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজধানী এক্সপ্রেসে যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন খবর সবার আগে পেতে এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Mspj3J5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads