রোহিতের ইনিংসে ভাঙল দক্ষিণ আফ্রিকার রেকর্ড, নয়া শিখরে টিম ইন্ডিয়া https://ift.tt/4RNPmYj - MAS News bengali

রোহিতের ইনিংসে ভাঙল দক্ষিণ আফ্রিকার রেকর্ড, নয়া শিখরে টিম ইন্ডিয়া https://ift.tt/4RNPmYj

দিল্লি স্টেডিয়ামে কত সহজে ব্যাটিং করা যায় তা করে দেখিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তানের তৈরি করা ২৭৩ রানের টার্গেট সহজেই তাড়া করে জিতে যায় ভারত। আর এই রান তাড়া করার অন্যতম কাণ্ডারি রোহিত শর্মা। ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। এই ম্য়াচের পর একাধিক রেকর্ড ভাঙা হয়েছে। যারমধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ আফ্রিকার রেকর্ড। একদিনের ক্রিকেটে সবথেকে কম বল খেলে ২৭০ বা তার বেশি রান তাড়া করে জেতার নজির ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৬ সালে সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা মাত্র ৩৬.২ ওভারে ২৯৫ রান করেছিল। এর আগে ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬.২ ওভারে ২৮৩ রান করে নিউ জিল্যান্ড। ২০১২ সলে হোবার্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৩৬.৪ ওভারে ৩২১ রান করে। এবার এই রেকর্ড ভেঙে দিল ভারত। আফগানিস্তান ভারতের সামনে টার্গেট তৈরি করে ২৭২ রানের। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই রান তোলে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দাপটে ভারত ৩৫ ওভারেই ২৭৩ রান তুলে ফেলে। ১৩১ রানে আউট হন। তিনি এরসঙ্গে ভেঙে ফেলেন সচিন তেন্ডুলকরের বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। বিশ্বকাপে রোহিতের মোট সেঞ্চুরির সংখ্য়া এখন সাতটি। পাঁচটা ছয় মেরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ছয় মারার রেকর্ড ভেঙে দেন। তিনি মাত্র ৬৩ বলে সেঞ্চুরি করেন, ভেঙে দেন কপিল দেবের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমাদের জন্য এটা একটা ভালো জয়। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টুর্নামেন্টের শুরুটা ভালো হল। এরফলে মাঠে চাপটা কমবে। বিপক্ষের দিক থেকে একটা চাপ আসে, সেটাকে ধরে রাখতে হবে। টুর্নামেন্টে আমাদের এই ধরনের ম্যাচ আরও খেলতে হবে। আমাদের দলে আলাদা আলাদা মেধার প্লেয়াররা রয়েছেন। আমাদের সবসময় ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।’ভারত এরপর খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। ১৪ তারিখ এই ম্যাচে নামার আগে মানসিক দিক থেকে চাঙ্গা থাকল আফগানিস্তানকে হারিয়ে। হাইভোল্টেজ ম্য়াচের ব্যাপারে বলতে গিয়ে রোহিত বলেন, ‘বাইরে কী হচ্ছে তা নিয়ে ভেবে লাভ নেই, দেখতে হবে আমরা কী নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের ভালো করতে হবে। কোন দল খেলবে সেটা আমরা ঠিক করতে পারি। বাইরে কী হচ্ছে সেসব নিয়ে ভাবলে হবে না।’বিশ্বকাপে ভারতের ম্যাচের সব খবরের জন্য ক্লিক করুন-


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/3fNU7wQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads