উড়ল জঙ্গি ট্যাঙ্ক, হামাস নিধনে ফাইনাল অপারেশনে ইজরায়েল https://ift.tt/3xYIVdm - MAS News bengali

উড়ল জঙ্গি ট্যাঙ্ক, হামাস নিধনে ফাইনাল অপারেশনে ইজরায়েল https://ift.tt/3xYIVdm

এই সময়: জল-খাবার-ইলেকট্রিকের সাপ্লাই বন্ধের পরে গাজ়া খালি করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিবারই। শুক্রবার ড্রোনে করে হাজার হাজার লিফলেট ছড়িয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স(আইডিএফ)। শনিবার সকালে তার মেয়াদ ফুরোতেই গাজ়া সিটিতে ঢুকে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান শুরু করে দিল ইজ়রায়েলি বাহিনী। প্রথম থেকেই 'হামাসের ঘাঁটি' গাজ়াকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন ইজ়রায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। সাত দিন ধরে লাগাতার ইজ়রায়েলি এয়ার স্ট্রাইকে ইতিমধ্যেই বেহাল গাজ়া। সেখানে এবার ভয়াবহ গ্রাউন্ড অ্যাসল্টের ইঙ্গিত দিয়েই নেতানিয়াহু বলে বসলেন- 'এই তো সবে শুরু।' ও দিকে খবর, ইজ়রায়েলি বিমান হানায় মৃত্যু হয়েছে হামাসের এরিয়াল ফোর্স চিফের। সব মিলিয়ে কিছুটা হলেও চাপে হামাস। আর ইজ়রায়েলের অল-আউট হামলার ভয়ে কুঁকড়ে গাজ়ায় বসবাসকারী সাধারণ নাগরিকরা।গাজ়ায় যে শতাধিক ইজ়রায়েলি এবং বিদেশি নাগরিকদের পণবন্দি করে রাখা হয়েছে, তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তারপরেই হামাস-কে নিকেশ করতে তারা পুরোদস্তুর অপারেশনে নামবে বলে জানিয়েছে আইডিএফ। , অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল দিয়ে আগেই তা গুঁড়িয়ে দিয়েছে ইজ়রায়েলের সেনা। আইডিএফ আল্টিমেটাম দেওয়ার পরে শুক্রবার দিনভর হাজার দশেক স্থানীয় নাগরিক প্রাণের ভয়ে গাজ়া ছেড়ে পালাতে শুরু করেছিলেন।এ বার? বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছে রাষ্ট্রপুঞ্জ। তাদের আশঙ্কা- পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে ভয়াবহ জলকষ্টের মুখে পড়তে চলেছেন গাজ়ার অন্তত ২০ লক্ষ বাসিন্দা। প্যালেস্তাইনের দাবি, ইজ়রায়েলের বায়ুসেনার হামলায় ইতিমধ্যেই গাজ়ায় ৭২৪টি শিশু-সহ প্রাণ গিয়েছে ২২১৫ জনের। সূত্রের খবর, হতাহতের সংখ্যা যে ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে গাজ়ার সব হাসপাতালই উপচে পড়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছে। কিছু হাসপাতাল আইসক্রিমের ট্রাককে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করছে বলেও দাবি একাধিক সংবাদমাধ্যমের। হামাসের দাবি, আইডিএফের হানায় তাদের হাতে থাকা ৯ জন পণবন্দিরও মৃত্যু হয়েছে এ দিন। যার মধ্যে চার বিদেশি রয়েছেন! যার পাল্টা এ দিন ইজ়রায়েলের এক প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন, হামাস ইচ্ছে করেই এমন সব জায়গায় পণবন্দিদের রাখছে, যেখানে আইডিএফের হামলার চান্স রয়েছে বলে জানে তারা।হামাসকে 'আইএস, আল কায়দার থেকে খারাপ' বলে শুক্রবারই তোপ দেগেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। এ দিন রীতিমতো সেলিব্রেশনের ঢঙেই নেতানিয়াহুর বাহিনী বিবৃতি দিয়ে দাবি করল, তাদের বিমান হানায় গাজ়ায় প্রাণ গিয়েছে হামাসের এরিয়াল ফোর্সের প্রধান মুরাদ আবু মুরাদের। গত শনিবার থেকে ইজ়রায়েল-হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে এতদিন আবু মুরাদই হামাসকে সবরকম ভাবে লিড করছিলেন বলে জানা গিয়েছে। মূলত গাজ়া স্ট্রিপ থেকে হ্যান্ড গ্লাইডার এবং প্যারা গ্লাইডারে হামাসের যে সদস্যরা ইজ়রায়েলের মূল ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল, তাদের নেতৃত্ব দিয়েছিলেন মুরাদই। তাই এই শীর্ষ কম্যান্ডারের মৃত্যু যুদ্ধের অষ্টম দিনে হামাসের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।তবু পিছু হটতে নারাজ প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী। আইডিএফের দাবি, হামাস কম্যান্ডো ফোর্সের প্রায় এক ডজন ঘাঁটি তারা গুঁড়িয়ে দিয়েছে। তারপরেও 'একাধিক আনট্রেসড লোকেশন' থেকে হামাস ইজ়রায়েলে এয়ার স্ট্রাইক করছে বলে খবর। যাতে তাদের কমপক্ষে ১৩০০ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি ইজ়রায়েলের। এরই মধ্যে আবার ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা বলে বসল, হামাসের হয়ে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। অথচ হেজবোল্লা যাতে কোনও ভাবেই যুদ্ধে না-জড়ায় সে জন্য শুক্রবারই তা নিয়ে বিশেষ বার্তা দিতে শোনা গিয়েছিল ইরানের বিদেশমন্ত্রীকে।হেজবোল্লা তা হলে এ দিন বেসুরো গাইল কেন? গাইল, কারণ রাতারাতি স্টান্স বদলে ফেলার ইঙ্গিত দিয়েছে ইরানও। ইজ়রায়েলকে অবিলম্বে গাজ়ায় হামলা বন্ধের আর্জি জানিয়ে ইরানের বিদেশমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার মতো করেই এ দিন বলেন, 'গাজ়ায় লাগাতার হামলা চলতে থাকলে কিন্তু হেজবোল্লাও যে কোনও মুহূর্তে হামাসের পক্ষ নিয়ে যুদ্ধে যোগ দেবে। আর তাতে নিশ্চিত ভাবেই বড় বিপদের মধ্যে পড়বে ইজ়রায়েল।' নেতানিয়াহুর সরকারও এই থ্রেট সম্পর্কে ভালো রকম ওয়াকিবহাল। এই মুহূর্তে হেজবোল্লার কাছে দেড় লাখেরও বেশি রকেট আছে। যার মধ্যে গাইডেড মিসাইলের সংখ্যাও নেহাত কম নয়। খুচরো হামলা শুরু হয়ে গিয়েছে লেবানন থেকে। ইজ়রায়েলও যার পাল্টা লেবাননে মিসাইল হামলা শুরু করেছে বলে খবর। আর তাতেই রয়টার্সের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে দাবি লেবাননের। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, বিতর্কিত শেবা ফার্ম এলাকার অন্তত পাঁচটি ইজ়রায়েলি পোস্টে এ দিনই মিসাইল হামলা চালিয়েছে হেজবোল্লা। সব মিলিয়ে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। এ দিকে আমেরিকা কেন যুদ্ধ থামাতে সক্রিয় পদক্ষেপ করছে না, তা নিয়ে এ দিন ইউএস বিদেশ সচিব অ্যান্টলি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপে একপ্রকার কটাক্ষই করতে শোনা যায় শীর্ষ চিনা কূটনীতিক ওয়াং ই-কে। প্যালেস্তাইনের পক্ষ নিয়ে গোড়া থেকেই এই যুদ্ধের জন্য ইজ়রায়েলকে দুষছে রাশিয়া। সূত্রের খবর, আগামী সপ্তাহে কাতারে গিয়ে হামাসের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে রাশিয়ার ডেপুটি বিদেশমন্ত্রী মিখাইল বোগডানোভের। লক্ষ্য, যুদ্ধের মাটিতে আটকে থাকা রুশ পর্যটকদের যত দ্রুত সম্ভব দেশে ফেরানো। যদিও একাধিক সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধের জেরে আটকে পড়া বিদেশিদের ফেরত পাঠানো নিয়ে এ দিনই বিশেষ সমঝোতায় রাজি হয়েছে প্যালেস্তাইন ও ইজ়রায়েল।ইজরায়েল হামাস যুদ্ধের খবর মোবাইল ফোনে পেতে চোখ রাখুন এই সময় ডিজিটাল-র পাতায়। ।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/f7k6wGN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads