'এটা ১৯০-এর উইকেট না', ব্যাটিং নিয়ে পাকিস্তানকে কটাক্ষ রোহিতের https://ift.tt/yj514vz - MAS News bengali

'এটা ১৯০-এর উইকেট না', ব্যাটিং নিয়ে পাকিস্তানকে কটাক্ষ রোহিতের https://ift.tt/yj514vz

একপেশে লড়াইয়ে পাকিস্তানকে পরাস্ত করেছে ভারত। এই ম্যাচ নিয়ে বিশ্বকাপের আগে অনেক সমস্যা হয়েছিল। ভেনু নিয়ে পাকিস্তানের আপত্তি ছিল। অবশেষে ম্য়াচ হল ও ভারত জিতল। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মানে ভারতের জয় এটা প্রায় পাকা। বড় দুর্ঘটনা না হলে এটা পরিবর্তন হওয়ার মত বিষয় নয়। এদিন যেমন পাকিস্তানের ব্যাটিংয়ে আচমকাই দুর্ঘটনা ঘটে, যারজন্য তারা ১৯১ রানে গুটিয়ে যায়। পাকিস্তানকে কম রানে আটকে রাখতে পারায় ভারতের ব্যাটিংও ভালো হয়। ব্যাটাররা চাপমুক্ত হয়ে খেলতে পারেন। তবে তিনটে উইকেট হারালেও সেটা সমস্য়ার তৈরি করেনি। নিজের ক্ষমতা দেখান। বিরাট কোহলি এবার পাকিস্তানের বিরুদ্ধে বড় রান না পেলেও বাকিরা সেটা করে দেন। রোহিত ৬৩ বলে ৮৬ রান করেন। তবে পাকিস্তান যেই গতিতে শুরু করেছিল তাতে তাদের ব্যাটিং যে ১৯১ তে আটকে যাবে তা ভাবতে পারেননি কেউই। বাবর আজম যেমন জানান, তিনি আশা করেছিলেন । তিনি ও রিজওয়ান ক্রিজে থাকলে সাধারণ ক্রিকেট খেলে করতেন সেটা। তবে বাবর আজম ফিরতেই পাকিস্তানের হতাশাজনক ছবি বেরিয়ে আসে। বাবর আজম চলতি বিশ্বকাপে এই ম্যাচে রান পেলেন এবং একদিনের ক্রিকেটে প্রথমবার ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরিও করলেন। তবে সেটা পর্যাপ্ত ছিল না লজ্জা থেকে দলকে বাঁচাতে। ম্যাচের পর তাই পাকিস্তানের ইনিংস নিয়ে । তিনি বলেন, ‘বোলাররা আজ আমাদের জন্য ম্য়াচ তৈরি করে দেয়। আমি মনে করি না এটা ১৯০ রানের পিচ ছিল। একটা সময় আমরা মনে করেছিলাম যে আমাদের ২৮০ রান তাড়া করতে হবে। বোলাররা যেভাবে দৃঢ়তা দেখিয়েছে সেটাই অনেক। এই জিনিসটার জন্যই নিজেদের নিয়ে গর্ব করি। যে বল পেয়েছে সে নিজের কাজটা করেছে। আমাদের কাছে ৬ জন বোলার রয়েছেন যারা বল হাতে নিজেদের কাজটা করতে পারেন।’তবে ম্যাচে জিতলেও আবেগে ভেসে যেতে রাজি নন বিরাট। তিনি ভারসাম্য বজায় রেখে চলতে চান। মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার পক্ষপাতি। কোনও নির্দিষ্ট দিনের দিকে না তাকিয়ে তিনি প্রতিটা বিপক্ষের দিকেই নজর দিতে চান বলে জানান। রোহিতের কথায়, ‘প্রতিটা প্রতিপক্ষই শক্তিশালী, ফলে ভারসাম্য বজায় রেখে চলতে হবে।’


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/bu51EgT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads