IND vs PAK ম্যাচের টিকিট কেনার নামে অপহরণ, ছিনতাই ২৪ হাজার টাকা https://ift.tt/TdRoe57 - MAS News bengali

IND vs PAK ম্যাচের টিকিট কেনার নামে অপহরণ, ছিনতাই ২৪ হাজার টাকা https://ift.tt/TdRoe57

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ২০ বছর বয়সি এক যুবক তিন ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেনৃ। ওই যুবকের অভিযোগ, টিকিট কেনার নাম করে তাঁকে এবং তাঁক এক বন্ধুকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাটি অহমেদাবাদের ধোলকা এলাকার। গোটা ব্যাপার জানাজানি হতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যুবকের কথায়, এই ঘটনাটি গত রবিবার রাতে ঘটেছে। এরপর মঙ্গলবার প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ আধিকারিকদের কথায়, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৪ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন করা হয়েছে। গুজরাটে প্রায় ১১ বছর পরে আবারও ভারতের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট দল খেলতে নামছে। সেকারণে এই ম্যাচের উত্তেজনা আকাশ ছুঁতে শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপহৃত ওই যুবকের নাম বিবেক বালা। সে স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি 'বুক মাই শো' অ্যাপের হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে সে কাজ করে। পুলিশের কাছে বিবেক অভিযোগ করেছে যে বন্ধু হর্ষ ওয়ারোটের সঙ্গে স্টেডিয়ামের ২ নম্বর গেটে স্ক্যানিং ডিউটি করছিল সে। তাঁর কথায়, 'বুক মাই শো'-এর কর্মী হিসেবে নীলেশ নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে। নীলেশ জানায় যে তার কাছে নাকি রয়েছে। ওই টিকিটগুলো বিক্রির জন্য বিবেককে সে কয়েকটা দিতে পারে। কিছুক্ষণের মধ্যেই উন্মেষ আমিন নামে এক ব্যক্তি বিবেকের কাছে টিকিটের জন্য ফোন করে। নীলেশের প্রতিশ্রুতি মাথায় রেখে, বিবেক উন্মেষকে টিকিট দেবে বলে জানায়। FIR-য়ে বলা হয়েছে, আমিন ৬৬টি টিকিটের জন্য আবেদন করেছিল। এরপর বিবেক নীলেশের সঙ্গে যোগাযোগ করেছিল। ইতিমধ্যে তাকে জানানো হয় যে ইসকন সার্কেলে টিকিট দেওয়া হবে।টিকিট সংগ্রহ করার জন্য বালা আমিনকে ইস্কন সার্কেলে আসতে বলে। এরপর বালা এবং ওয়ারোট নীলেশের ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, ঠিক সেই আমিন তিনজনকে নিয়ে সেখানে হাজির হয়। এরপর দুজনকে জোর করে গাড়িতে তোলা হয়। বালা এবং ওয়ারোটের কথায়, তাদের প্রথমে বস্তাপুর রেলওয়ে ক্রসিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর প্রত্যেকের কাছে আড়াই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। খুব স্বাভাবিকভাবে তাদের কাছে অত টাকা ছিল না। এই পরিস্থিতিতে বিবেকের ডেবিট কার্ড কেড়ে নেওয়া হয়। আর সেখান থেকে ২৪,০০০ টাকা তুলে নেয় অভিযুক্তরা। এরপর তাদের ছেড়ে দেওয়ার আগে ভোর চারটে পর্যন্ত গাড়িতে জোর করে বসিয়ে রাখা হয়। বালা এই তিনজনের বিরুদ্ধে অপহরণ, আটক, ছিনতাই এবং উসকানির অভিযোগ দায়ের করেছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Z1plO4v
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads