UCC বাতিলের দাবিতে পথে নামল আদিবাসী সংগঠন, BDO অফিসে ঢুকে চলল বিক্ষোভ https://ift.tt/CKoObA0 - MAS News bengali

UCC বাতিলের দাবিতে পথে নামল আদিবাসী সংগঠন, BDO অফিসে ঢুকে চলল বিক্ষোভ https://ift.tt/CKoObA0

কেন্দ্রীয় সরকারের আনা বা UCC বাতিলের দাবি, মণিপুর, মধ্যপ্রদেশ ও এই রাজ্যে নারী নির্যাতন ও আদিবাসীদের উপর অন্যায় অত্যাচারের অভিযোগ তুলে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার পথে নামল ও যুয়ৌন মহল নামে দু'টি সংগঠন। সোমবার ওই দুই সংগঠনের সদস্যরা সিমলাপাল নদীঘাট থেকে মিছিল করে স্কুল মোড়ে পৌঁছে স্থানীয় BDO কে ডেপুটেশন জমা দেন। এদিনের এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল প্রশাসন। পুলিশের উপস্থিতিতেই জোর করে BDO চত্বর অফিসে ঢুকে পড়েন বিক্ষোভকারী ওই দুই সংগঠনের সদস্যরা। পুলিশ ওই সময় উপস্থিত থাকলেও তাঁদের বাধা দেওয়ার কোনও চেষ্টাও করেনি বলে খবর। বিক্ষোভকারী আদিবাসী সংগঠন গুলির তরফে দাবি করা হয়, আসন্ন বাদল অধিবেশনে ইউনিফর্ম সিভিল কোড বা UCC আইন পেশ করতে চাইছে। এই আইন লাগু হলে আদিবাসী সমাজের মানুষ জল, জঙ্গল, জমির অর্জিত অধিকারের পাশাপাশি জাতিসত্বা লঙ্ঘিত হবে বলে অভিযোগ করা হয়েছে। তাই আদিবাসীদের স্বার্থে এই আইন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে বলে তাঁরা জানিয়েছেন। একই সঙ্গে মণিপুর সহ দেশের একাধিক রাজ্যে, এমনকি এই রাজ্যেও আদিবাসী মহিলারা আক্রমণের শিকার অভিযোগ তুলে ওই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। । সিমলাপাল ব্লক ভারত জাকাত মাঝি পারগানা মহলের সভাপতি দুর্গা প্রসাদ সরেন বলেন, 'লোকসভায় কেন্দ্রীয় সরকার ইউনিফর্ম সিভিল কোড চালু করার বিষয় উত্থাপিত করতে চলেছে। এটি চালু করলে এদেশের ভূমিপুত্র আদিবাসী সমাজের সংরক্ষণ সংক্রান্ত একাধিক বিষয়ের উপর আঘাত আসবে। কেন্দ্রীয় সরকার আদিবাসীদের একাধিক রক্ষাকবচের বিষয় কোনওরকম পরিষ্কার বার্তা দেননি।' প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকটি রাজ্যের BJP সরকার যেমন উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং গুজরাট ইতিমধ্যেই একটি UCC আনার প্রচেষ্টা শুরু করেছে। যদিও উত্তরপ্রদেশ এবং আসাম এখনও কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেনি। সংসদে বিল পেশ করার আগে কেন্দ্র একটি বিস্তৃত পদ্ধতি অনুসরণ করবে বলে মনে করা হচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন। আর ‘ইউনিফর্ম সিভিল কোড’ ইস্যুকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখতে মরিয়া এখন পদ্ম শিবির। BJP অবশ্য রাজনৈতিক ভাবে বিষয়টিকে জিইয়ে রাখবে বলে সরকার ও দলীয় সূত্রে জানা গিয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/aeIm6Po
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads