প্রার্থী ভাঙিয়ে এনে কি পঞ্চায়েতে বোর্ড গঠন, দ্বিমত বঙ্গ বিজেপি https://ift.tt/k9CuAfL - MAS News bengali

প্রার্থী ভাঙিয়ে এনে কি পঞ্চায়েতে বোর্ড গঠন, দ্বিমত বঙ্গ বিজেপি https://ift.tt/k9CuAfL

এই সময়: সুযোগ এলে অন্য দলের জয়ী প্রার্থী ভাঙিয়ে বোর্ড গঠনের চেষ্টা করবে বিজেপি? এই প্রশ্নে দ্বিধা বিভক্ত বঙ্গ-বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এবং তাঁর ঘনিষ্ঠ অনেক বিধায়কই অন্য দল ভাঙিয়ে বোর্ড গঠনের পক্ষপাতী নন। তাঁরা দলের অন্দরে এ নিয়ে আপত্তির কথা জানিয়েছেন। তবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যে কোনও ভাবে পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠনে মরিয়া। অন্য দল থেকে জয়ী প্রার্থীদের এনে বিজেপি যে বোর্ড গঠনের পরিকল্পনা করছে, সেটা তিনি রবিবার প্রকাশ্যেই ঘোষণা করেছেন। এ দিন সুকান্ত সাংবাদিক বৈঠকে বলেন, 'নিচুতলার কংগ্রেস, সিপিএম কর্মীরা তাঁদের নেতৃত্বের আচরণে বিভ্রান্ত। অনেক জায়গায় তাঁরা বোর্ড গঠনে আমাদের সমর্থন দেওয়ার জন্য যোগাযোগ করছেন। অনেকে খুব তাড়াতাড়ি বিজেপিতে নাম লেখাবেন। অনেক ত্রিশঙ্কু হয়ে থাকা পঞ্চায়েতে আমরাই বোর্ড গঠন করব।' তবে সুকান্তদের এই কৌশল কতটা কার্যকরী হবে তা নিয়ে বিজেপির অন্দরেই সংশয় আছে। প্রথমত, অন্য দল ভাঙানোর আগে বিজেপি নিজের দলের জয়ী প্রার্থীদের শিবির বদল কতটা ঠেকাতে পারবে, তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারীদের এই 'লাইন'-এ আপত্তি আছে। সূত্রের খবর, এক বিজেপি বিধায়ক তাঁর এলাকায় পঞ্চায়েতে বোর্ড গঠনের জন্য অন্য দলের কয়েকজন জয়ী প্রার্থীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরেছেন। সম্প্রতি তিনি বিধানসভায় শুভেন্দুকে অনুরোধ করেন, তাঁর এলাকায় এসে অন্য দলের ওই প্রার্থীদের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য। তবে শুভেন্দু ওই বিধায়ককে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিষয়টিকে উৎসাহ দিচ্ছেন না। ওই বিধায়ককে শুভেন্দু বুঝিয়ে বলেন, অন্য দলের যে জয়ী প্রার্থীরা বিজেপিতে নাম লেখাবেন, তাঁরা নানা শর্ত চাপাবেন। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের দাবি হবে পঞ্চায়েত প্রধান হওয়ার। এই ভাবে বিজেপির বোর্ড গঠন করে কোনও লাভ নেই। সুযোগ পেলে তাঁরা আবার পুরোনো দলে ফিরে যেতেও দ্বিধা করবেন না বলেই শুভেন্দুর অভিমত। এরপর অবশ্য ওই বিধায়ক আর কথা বাড়াননি। তবে পঞ্চায়েত বোর্ড গঠনের নীতিগত প্রশ্নে বিজেপির সবাই যে একমত হতে পারেননি, তা স্পষ্ট। শুভেন্দু ঘনিষ্ঠ এক বিজেপি বিধায়কের কথায়, 'আমাদের দলের জয়ী প্রার্থীদের অপহরণ করা হচ্ছে। পুলিশও তৃণমূলের সঙ্গে তাল মিলিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের চোখ রাঙাচ্ছে দলবদলের জন্য। এই অবস্থায় আমাদের উচিত অন্য দল ভাঙানোর কথা না ভেবে নিজেদের দলের প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা।' সুকান্তও অবশ্য অন্য দল ভাঙানোর কথা জানাতে গিয়ে বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে বলেন, 'আমরা বহু ত্রিশঙ্কু পঞ্চায়েতে বোর্ড গঠন করার জায়গায় আছি ঠিকই, তবে এ রকম অপহরণ হতে থাকলে কিছু করার নেই।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Si4JlDe
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads